Rishabh Pant: ‘ক্যাপ্টেন খুঁজিনি, পন্থকেই চেয়েছি’, LSG-র নতুন নেতা হবেন কে? মালিক গোয়েঙ্কার ইঙ্গিত…
IPL 2025 Mega Auction: জেড্ডা থেকে লখনউ সুপার জায়ান্টস টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, তাঁরা ক্যাপ্টেন খোঁজেননি, ঋষভ পন্থকেই (Rishabh Pant) চেয়েছিলেন। আর সেই মতো পরিকল্পনাও করেছিল তাঁর টিম। তাতে সফল বলা যায়।
কলকাতা: সৌদি আরবের জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে (IPL 2025 Mega Auction) সবচেয়ে বড় চাল চেলেছে লখনউ সুপার জায়ান্টস। এমনটা বললে ভুল বলা হবে না। কারণ, মেগা নিলামের প্রথম দিন ২৭ কোটিতে ঋষভ পন্থকে কিনেছে লখনউ। জেড্ডা থেকে লখনউ সুপার জায়ান্টস টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, তাঁরা ক্যাপ্টেন খোঁজেননি, ঋষভ পন্থকেই (Rishabh Pant) চেয়েছিলেন। আর সেই মতো পরিকল্পনাও করেছিল তাঁর টিম। তাতে সফল বলা যায়। সঞ্জীব যেহেতু বলেছেন তাঁরা ক্যাপ্টেন খোঁজেননি, তা হলে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে লখনউয়ের নতুন নেতা হবেন কে?
আইপিএলের মেগা নিলামে ঋষভকে ২৭ কোটিতে কেনার আগে নিকোলাস পুরানকে ২১ কোটিতে রিটেন করেছিল লখনউ। পন্থকে রেকর্ড দরে কেনা প্রসঙ্গে মেলা নিলামের ফাঁকে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘ঋষভের জন্য আমরা ২৬ কোটি রেখেছিলাম। একটু বেশি দিতে হয়েছে। কোনও ব্যাপার নয়। ঋষভ টিমম্যান, ম্যাচ উইনার। আমাদের এবং সমর্থকদের খুব খুশি হওয়া উচিত। আমরা ক্যাপ্টেন খুঁজিনি, ঋষভ পন্থকেই চেয়েছি।’
এই খবরটিও পড়ুন
লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কার এই মন্তব্যের পর অনেক ক্রিকেট প্রেমীর মনে প্রশ্ন জেগেছে যে, তা হলে পঁচিশের আইপিএলে সুপার জায়ান্টসের ক্যাপ্টেন্সির ব্যাটন পাবেন কে? নিকোলাস পুরান নাকি ঋষভ? লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কার মন্তব্য কিন্তু বলছে, ক্যাপ্টেন হিসেবে ঋষভই এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরানেরও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এ বার দেখার শেষ অবধি আগামী আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের নতুন নেতা হবেন কে।