৩৫০ থেকে ৪০০ রানের লিডই যথেষ্ট

৩৫০ থেকে ৪০০ রানের লিড রাখলেই অনায়াসে জিতে যাবে ভারত। এই টেস্ট পাঁচদিনে গড়াবে না। চার দিনেই শেষ হয়ে যাবে

৩৫০ থেকে ৪০০ রানের লিডই যথেষ্ট
Follow Us:
| Updated on: Feb 15, 2021 | 11:22 AM

শরদিন্দু মুধোপাধ্যায়

ভারত- ৩২৯ ও ৫৪/১ ইংল্যান্ড- ১৩৪

জো রুট তাড়াতাড়ি আউট হতেই খেলা সহজ হয়ে গেল ভারতের। ইংল্যান্ডের এই দলে সবচেয়ে ভালো স্পিন খেলে রুট। অক্ষর প্যাটেল ওকে তাড়াতাড়ি আউট করায় ভারতের কাছে ম্যাচটা সহজ হয়ে গেল। কারণ বেন স্টোকস, পোপরা ভালো স্পিন খেলতে পারে না। অশ্বিন-অক্ষররা সেই ফায়দাটাই তুলল। এই জুটির ভেলকিতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। চিপকের এই উইকেটে অনেকক্ষণ টিকে থাকা মুসকিল। খেলা যত গড়াবে পিচ তত ভাঙবে। চতুর্থ ইনিংসে ব্যাটিং করা আরও কঠিন। ৩৫০ থেকে ৪০০ রানের লিড রাখলেই অনায়াসে জিতে যাবে ভারত। এই টেস্ট পাঁচদিনে গড়াবে না। চার দিনেই শেষ হয়ে যাবে।

প্রথম টেস্টে হার থেকে শিক্ষা নিয়েছে কোহলিরা। ফিল্ডিংয়ে অনেক উন্নতি হয়েছে। খেলা শুরুর আগে বলেছিলাম, ভারতকে ভালো ফিল্ডিং করতে হবে আর পজিটিভ ক্রিকেট খেলতে হবে। কোহলিরা এই কাজটা এখনও পর্যন্ত ঠিকঠাক করেছে। অক্ষর প্যাটেলকে দলে নেওয়ায় বোলিংয়ের শক্তি অনেক বেড়েছে। অশ্বিনকে উইকেট পেতে অনেকটা সাহায্য করেছে অক্ষর। আজ ইংল্যান্ড দলে কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। এই পুরো কৃতিত্বটাই বোলারদের। কুলদীপ মাত্র ৬ ওভার বল করলেও ওকে খেলাটা সহজ হবে না ইংল্যান্ডের। দ্বিতীয় ইনিংসে এই কুলদীপ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। দ্বিতীয় দিনের শেষে ভারত ২৪৯ রানে এগিয়ে। আর ১০০ থেকে ১৫০ রান করলেই যথেষ্ট। চাপে পড়ে যাবে ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে পিচে বল আরও টার্ন করবে।

আরও পড়ুন:সুযোগ নষ্টের খেসারত দিয়ে অ্যারোজের কাছে হার মহমেডানের

তবে আমি আবারও বলব, রোহিত শর্মা কিন্তু তফাত্‍ গড়ে দিয়েছে। ও কত বড় মাপের ক্রিকেটার তা ফের প্রমাণ করল। সঠিক সময়ে বড় রান করে ভারতের ভিত গড়ে দিয়েছে। রাহানে যোগ্য সঙ্গত দিয়েছে রোহিতকে। আর পন্থকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ওর জন্যই ভারতের স্কোর ৩০০ পার করল। ব্যাটিংয়ের পাশাপাশি আজ ভালো উইকেটকিপিংও করেছে। বাজপাখির মতো উড়ে গিয়ে একটা অনবদ্য ক্যাচ নিয়েছে। ধীরে ধীরে ও পরিণত হচ্ছে। পন্থ ভবিষ্যতের সম্পদ হয়ে উঠছে। দর্শকরা মাঠে ফেরায় ভারতীয় দলও অনেকটা উজ্জীবিত হয়েছে। সমর্থকদের সামনে খেলার সুবিধেটাকে কাজে লাগিয়েছে কোহলি, অশ্বিনরা।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩২৯ ও ৫৪/১ (রোহিত শর্মা ২৫ অপরাজিত, লিচ ১/১৯), ইংল্যান্ড ১৩৪ অল আউট (ফোকস ৪২ অপরাজিত, পোপ ২২, অশ্বিন ৫/৪৩, ইশান্ত ২/২২)