MS Dhoni, IPL 2024: ওর কিন্তু বয়স বেড়েছে… IPLএর আগে ধোনিকে নিয়ে সতর্কতা জারি করলেন কে?
CSK: মহেন্দ্র সিং ধোনি। চল্লিশ পেরিয়ে গিয়েছেন। তবু এ বার আইপিএলে দেখা যাবে। হয়তো এটাই শেষ আইপিএল। ধোনিতেই (MS Dhoni) আস্থা রেখেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু 'বুড়ো' ধোনি কতটা টানতে পারবেন সিএসকে-কে? প্রশ্ন কিন্তু থাকছে।
কলকাতা: বয়স বেড়েছে আগের থেকে। তবু কি তাঁকে ‘তরুণ’ বলা যায়? না, তা আর বলা যাবে না। অন্তত টিমের ব্যাটিং কোচ তাই মনে করছেন। আগের মতো ফিটনেসও নেই। তাই মাঝের ওভারে দেখা যাবে না বিখ্যাত রানি বিটউইন দ্য উইকেটও। কিপিংয়ের ক্ষেত্রেও কি সমস্যা হতে পারে? আইপিএলের (IPL) ঠিক আগে কাকে নিয়ে আশঙ্কা? তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি। চল্লিশ পেরিয়ে গিয়েছেন। তবু এ বার আইপিএলে দেখা যাবে। হয়তো এটাই শেষ আইপিএল। ধোনিতেই (MS Dhoni) আস্থা রেখেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ‘বুড়ো’ ধোনি কতটা টানতে পারবেন সিএসকে-কে? প্রশ্ন কিন্তু থাকছে।
এক সময় তিনিও চেন্নাইয়ে খেলতেন। এখন টিমের ব্যাটিং কোচ। সেই মাইক হাসি বলে দিচ্ছেন, ধোনি শেষ দিকে কার্যকর হতে পারেন। কিন্তু মাঝের ওভারগুলোতে চাপ হতে পারে তাঁর। ২২ মার্চ শুরু আইপিএল। হাঁটুর চোট নিয়েও গতবার সিএসকে-কে চ্যাম্পিয়ন করেছেন ধোনি। এ বারের উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে খেলা। ধোনির ঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছে হলুদ ভক্তরা। কিন্তু হাসি বলছেন, ‘আইপিএলের প্রস্তুতি ভালোই নিচ্ছে ধোনি। ওর হাঁটুও আগের থেকে ভালো। এই মুহূর্তে চমৎকার ব্যাটিংও করছে। ধীরে ধীরে উন্নতিও করছে।’
কিপিং এবং রানিং বিটউইন দ্য উইকেট, দুই ক্ষেত্রেই সমস্যা হতে পারে। একই সঙ্গে হাসি মনেও করিয়ে দিচ্ছেন, ‘ভুলে গেলে চলবে না, ধোনি কিন্তু আগের মতো তরুণ নয়। তাই উইকেটের মাঝে দৌড়ের ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা হবে। তবে ইনিংসের শেষ দিকে যেখানে খুব বেশি দৌড়তে হয় না, সেখানে কিন্তু ও কার্যকর হতে পারে। আর ধোনি কিন্তু নেটে দারুণ ব্যাটিং করছে। ক্লিন হিট দেখতে পাচ্ছি। এটা কিন্তু ভালো দিক।’
ধোনির পাশাপাশি সমীর রিজভিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাসি। ৮.৪০ কোটিতে তাঁকে কিনেছে সিএসকে। আরসিবি ম্য়াচ থেকেই তাঁকে খেলানো হতে পারে। তাঁকেই অম্বাতি রায়াডুর বিকল্প হিসেবে ভাবছে চেন্নাই। যদি নিজেকে তুলে ধরতে পারেন, দ্রুত তা হলে ভারতীয় ক্রিকেট পেতে চলেছে আরও এক নতুন প্রতিভা।