Shadab Khan : বিধ্বংসী ফর্মে শাদাব, এশিয়া কাপের আগে ভারতকে হুঁশিয়ারি!
India vs Pakistan: বাবর আজমের পাকিস্তান দেখিয়ে দিয়েছে ভারতকে তারা হারাতে পারে। গত বারের এশিয়া কাপেই রোহিত শর্মার ভারতকে হারিয়েছিল বাবরের গ্রিন আর্মি। এ বারও কি তেমন ছবি দেখা যাবে?
নয়াদিল্লি : ভারতের মাটিতে এ বছর রয়েছে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)। তার আগে হবে এশিয়া কাপ। আসন্ন এশিয়া কাপ (Asia Cup) ও বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ দেখার জন্য দিন গুনছে দুই দেশের ক্রিকেট প্রেমীরা। পুরনো পাকিস্তান আর নেই। বাবর আজমের পাকিস্তান দেখিয়ে দিয়েছে ভারতকে তারা হারাতে পারে। গত বারের এশিয়া কাপেই রোহিত শর্মার ভারতকে হারিয়েছিল বাবরের গ্রিন আর্মি। এ বারও কি তেমন ছবি দেখা যাবে? তা যাতে হয়, তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন এক পাক ক্রিকেটার। বর্তমানে ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্টে ব্যস্ত পাক তারকা অলরাউন্ডার শাদাব খান (Shadab Khan)। সদ্য অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে টি-২০ ব্লাস্টের এক ম্যাচে তাঁর দল সাসেক্সকে জিতিয়েছেন শাদাব। এ ভাবেই কি ভারতকে এশিয়া কাপের আগে হুঁশিয়ারি দিয়ে রাখলেন শাদাব? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি বছরের সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। তাঁর আগে দারুণ ফর্মে দেখা গেল পাক তারকা শাদাব খানকে। ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। গ্ল্যামারগনের বিরুদ্ধে ব্যাটে-বলে বাজিমাত করে সাসেক্সকে জিতিয়েছেন শাদাব। তাঁর ৮৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে জিতেছে সাসেক্স। শাদাব খান এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে ভারত আসন্ন এশিয়া কাপে চাপে পড়বে। উল্লেখ্য, ভাইটালিটি ব্লাস্টে গ্ল্যামারগনের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে সাসেক্স। ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬২ রানে আটকে যায় গ্ল্যামারগন। আর ২০ রানে ম্যাচ জিতে নেয় সাসেক্স।
শাদাব খানের অলরাউন্ড ক্ষমতা
মূলত পাক তারকা শাদাব খান লেগস্পিনার। তাঁর ব্যাটিং হাতও বেশ ভালো। বাবর আজমের দলের অন্যতম সেরা অস্ত্র তিনি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শাদাবের জন্যই ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। তিনি নিজেকে আগের থেকে আরও উন্নত করেছেন। ভারতের মাটিতে যেহেতু ওডিআই বিশ্বকাপ হবে তাই স্পিনাররা সুবিধা পাবে। শুধু তাই নয়, এশিয়া কাপও উপমহাদেশে হবে। আর সেখানও স্পিনাররা সুবিধা পাবে। ফলে একদিকে শাদাবের স্পিনিং দক্ষতা আর ব্যাটিং ক্ষমতা সব মিলিয়ে ভারতের জন্য তিনি চাপ বাড়াবেন বই কমাবেন না।