T20 World Cup 2021: ইমরান-আক্রমদের যন্ত্রণা ভোলালেন শাহিন শাহ

ভারত-পাক ম্যাচের আগে চর্চায় ছিলেন বুমরা-সামি-ভুবনেশ্বররা। পাকিস্তানের বোলিং লাইনআপকে হিসেবের মধ্যেই ধরেননি বিশেষজ্ঞরা। কিন্তু শাহিন আফ্রিদি বুঝিয়ে দিলেন, পাকিস্তানের বোলাররা এখনও ফুরিয়ে যায়নি। যতই তাদের ইতিহাসের পাতায় ঠেলে দেওয়ার চেষ্টা হোক, বিশ্ব ক্রিকেটের ঘুম ভাঙিয়ে বারবার এ ভাবেই ফিরে আসবেন আফ্রিদিরা।

T20 World Cup 2021: ইমরান-আক্রমদের যন্ত্রণা ভোলালেন শাহিন শাহ
T20 World Cup 2021: ইমরান-আক্রমদের যন্ত্রণা ভোলালেন শাহিন শাহ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2021 | 12:00 AM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

পাকিস্তানে ইঁটের খাঁজে খাঁজে পেসারের জন্ম হয়। এ কথা আগে হামেশাই শোনা যেত। ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, আকিব জাভেদ- লম্বা নামের তালিকা। হালফিলের ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমিররাও থাকবেন সেই তালিকায়। কিন্তু সবার চেয়ে আলাদা হয়ে থাকবেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। ইমরান, আক্রম, ওয়াকার, শোয়েবরা যা কখনও পারেননি তাই করে দেখালেন তিনি। পূর্বসুরিদের যন্ত্রণা ভোলালেন। বিশ্বকাপের মঞ্চে একাই গুঁড়িয়ে দিলেন ভারতের ব্যাটিং লাইন আপকে। ঝুলিতে ৩ উইকেট। নিলেন রোহিত, রাহুল, বিরাটের উইকেট। ভারতের ব্যাটিং লাইনআপের তিন সেরা অস্ত্রকেই তুলে নিলেন আফ্রিদি।

প্রথম স্পেলে ৩ ওভারে জুজু ধরিয়ে দিলেন রোহিত (Rohit Sharma)-রাহুলদের (KL Rahul)। শাহিন আফ্রিদি প্রথম ওভারে উইকেট পেলে পাকিস্তান ম্যাচ হারে না। সেই মিথ বিশ্বকাপের আসরে ভারতের বিরুদ্ধেও অক্ষত থাকল। প্রথম ওভারেই রোহিত শর্মাকে যে বলে আউট করলেন তা এককথায় ‘আনপ্লেয়েবল’। পরের ওভারে লোকেশ রাহুলকে ক্লিন বোল্ড। স্কোরবোর্ড দেখাচ্ছে ভারতের ৬ রানে ২ উইকেট। ওখানেই মানসিক ভাবে ম্যাচটা হেরে বসলেন বিরাটরা।

২১ বছরের বাঁ-হাতি তরুণ পেসারের গতিতেই শেষ হয়ে গেল ভারতের ব্যাটিং লাইন আপ। ম্যাচের সেরাও হলেন শাহিন আফ্রিদি। ভারতের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে তিনি বলেন, ‘দলের যা পরিকল্পনা ছিল সেটাকে কাজে লাগাতে পেরে খুশি। আমাদের পরিকল্পনাই ছিল ভারতের টপ অর্ডারে শুরুতেই ভাঙন ধরানো। একই সঙ্গে ডেথ ওভারেও উইকেট নেওয়া। দুটোতেই আমি সফল। সুইংকে কাজে লাগাতে গতকাল নেটে অনেক ঘাম ঝরিয়েছি। উইকেট নিতে গিয়ে যদি কিছুটা রানও হজম করতে হয় তাতে আপত্তি নেই। আমি সবসময় চেয়েছি ব্রেক থ্রু করতে। আর সেটা ১০০ শতাংশ কাজে দিয়েছে। নতুন বলে ব্যাট করা অনেক কঠিন। বাবর আর রিজওয়ানেরও কৃতিত্ব প্রাপ্য। বিশ্বকাপে সমস্ত দলই কঠিন। আমরা আমাদের এই ধারা বজায় রেখেই ফাইনালে উঠব।’

ভারত-পাক ম্যাচের আগে চর্চায় ছিলেন বুমরা-সামি-ভুবনেশ্বররা। পাকিস্তানের বোলিং লাইনআপকে হিসেবের মধ্যেই ধরেননি বিশেষজ্ঞরা। কিন্তু শাহিন আফ্রিদি বুঝিয়ে দিলেন, পাকিস্তানের বোলাররা এখনও ফুরিয়ে যায়নি। যতই তাদের ইতিহাসের পাতায় ঠেলে দেওয়ার চেষ্টা হোক, বিশ্ব ক্রিকেটের ঘুম ভাঙিয়ে বারবার এ ভাবেই ফিরে আসবেন আফ্রিদিরা।

আরও পড়ুন: T20 World Cup 2021: রেকর্ড ভেঙে বিশ্বকাপে সবুজ বিপ্লব বাবরদের

আরও পড়ুন: T20 World Cup 2021: বিরাটদের হারের পিছনে দল নির্বাচনই কারণ

আরও পড়ুন: T20 World Cup 2021: ‘পাকিস্তান ব্যাটে-বলে আমাদের টেক্কা দিয়েছে’, বিরাট