Shikhar Dhawan: ‘এশিয়ান গেমসের দলে নাম না দেখে… ‘, অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললেন শিখর

Asian Games 2023: এশিয়ান গেমসের স্কোয়াডে শিখর ধাওয়ানের নাম না দেখে অনেক ভারতীয় সমর্থক হতাশ হয়েছিলেন। একইসঙ্গে ধাওয়ান এশিয়ান গেমসের টিমে নিজের নাম না দেখে অবাক হয়েছিলেন। অবশেষে এশিয়ান গেমসে না সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন গব্বর।

Shikhar Dhawan: 'এশিয়ান গেমসের দলে নাম না দেখে... ', অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললেন শিখর
'এশিয়ান গেমসের দলে নাম না দেখে... ', অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললেন শিখরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 8:02 PM

নয়াদিল্লি: এই প্রথম বার ভারত এশিয়ান গেমসে (Asian Games) ক্রিকেটে অংশ নিচ্ছে। ক্রিকেট মহলে অনেকেই মনে করেছিলেন, এশিয়ান গেমসের জন্য ভারতীয় টিমের দায়িত্ব দেওয়া হবে সিনিয়র ক্রিকেটার শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) কাঁধে। কিন্তু তা না করে বিসিসিআই (BCCI) এশিয়ান গেমসের জন্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে বেছে নেয় তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়কে। এশিয়ান গেমসের স্কোয়াডে শিখর ধাওয়ানের নাম না দেখে অনেক ভারতীয় সমর্থক হতাশ হয়েছিলেন। একইসঙ্গে ধাওয়ান এশিয়ান গেমসের টিমে নিজের নাম না দেখে অবাক হয়েছিলেন। অবশেষে এশিয়ান গেমসে না সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন গব্বর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চিনের হাংঝাউতে এ বারের এশিয়ান গেমসের আসর বসছে। সেখানে একঝাঁক তরুণ ক্রিকেটারদের পাঠাচ্ছে বিসিসিআই। কারণ, বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো ক্রিকেটাররা এশিয়ান গেমসের সময় ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন। শিখর ধাওয়ান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। তাই অনেকেই মনে করেছিলেন, তাঁকে এশিয়ান গেমসে ভারতের নেতা বানিয়ে দলের সঙ্গে পাঠানো হবে। কিন্তু আদতে তা হয়নি। সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে শিখর ধাওয়ান বলেন, ‘আমার নাম না দেখে (এশিয়ান গেমসে) কিছুটা অবাক হয়েছিলাম। কিন্তু তারপর মনে হয়েছিল অন্য ভাবনাচিন্তা থেকে নিশ্চিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সেটাকে মেনে নিতেই হবে। ঋতু দলকে নেতৃত্ব দেবে, ওর জন্য আমি খুশি। তরুণরা রয়েছে এশিয়ান গেমসের স্কোয়াডে। আমি আশাবাদী ওরা ভালো পারফর্ম করবে।’

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরের পর জাতীয় দলে আর সুযোগ পাননি শিখর ধাওয়ান। অনেকেই তাই বলাবলি শুরু করেছিল, ভারতীয় টিমে শিখরের প্রয়োজন কি ফুরোল? তার উত্তর নেই। তবে এই নিয়ে তিনি নিজে কী ভাবছেন? তাঁর কথায়, ‘আমি এখনও কামব্যাকের জন্য তৈরি। তাই আমি নিজেকে ফিট রাখছি। যখন সুযোগ পাব, যেন কাজে লাগাতে পারি। ফিরে আসার একটা সুযোগ তো থাকেই সে এক শতাংশ হোক বা ২০ শতাংশ। আমি এখনও অনুশীলন উপভোগ করি। ম্যাচ উপভোগ করি। এই জিনিসগুলোই আমার মাথায় ঘোরে। যদিও নির্বাচকরা যা সিদ্ধান্ত নিয়েছে, আমি তা সমর্থন করি।’

শিখর জানিয়েছেন, নির্বাচকদের এখনও নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি তিনি। নিয়মিত এনসিএতে যান তিনি। সেখানকার সুযোগ-সুবিধা উপভোগ করেন। জাতীয় দলে সুযোগ না পেলেও হাত গুটিয়ে বসে থাকার পাত্র তিনি নন। শিখর জানান, আইপিএলে খেলা চালিয়ে যাবেন তিনি। ধাওয়ান আশাবাদী, সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতেও খেলবেন তিনি।