Prithvi Shaw: কাউন্টিতে বিধ্বংসী ডাবল সেঞ্চুরি করেও অবাক ঘোষণা পৃথ্বী শ-র!
Team India: গত দু'বছর ধরে ভারতীয় টিমে জায়গা করতে পারেননি পৃথ্বী। ২০২১ সালে শ্রীলঙ্কা সফরই ছিল তাঁর শেষবার জাতীয় টিমে খেলা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সফরে ভারতীয় টিমে ঢুকতে পারেন, এমন প্রত্যাশা করা হচ্ছিল। বিশেষ করে বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তাও তাঁর ভাগ্যে শিঁকে ছেঁড়েনি।
লন্ডন: বিতর্ক তাঁকে বারবার আলোচনায় এনে ফেলেছে। মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে যা। গত মরসুমে আইপিএলে রান না করতে পারায় দিল্লি ক্যাপিটালস থেকে বাদও পড়েছেন। আবার ফিরেও এসেছিলেন টিমে। তবু সেই বিধ্বংসী ব্যাটিং দেখা যায়নি। যার জেরে ভারতীয় টিমে প্রত্যাবর্তনের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। সেই তিনি এ বার ফিরলেন ছন্দে। কাউন্টিতে যোগ দিয়েছেন এই প্রথম। ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করে ফেললেন পৃথ্বী শ (Prithvi Shaw)। প্রথম ম্যাচেই আগ্রাসী ইনিংস খেলেছিলেন। মুম্বইয়ের ২৩ বছরের ক্রিকেটার এ বার দুরন্ত ব্য়াটিং করলেন। ওয়ান ডে কাপ টুর্নামেন্টে নর্দাম্পটনশায়ারের হয়ে ১৫৩ বলে করলেন ২৪৪। ডানহাতি ওপেনারের মারকুটে ইনিংসই প্রমাণ করে দিচ্ছে, নির্বাচকদের খাতায় ঢুকে পড়ার লড়াই নতুন করে শুরু করে দিয়েছেন তিনি। কাউন্টিতে ডাবল সেঞ্চুরির পর কিন্তু পৃথ্বী বলে দিলেন, ভারতীয় টিম নিয়ে তিনি ভাবছেন না। কাউন্টি ক্রিকেটেই (County Cricket) মন দিতে চান। কেন? ভারতীয় টিমে (Team India) নির্বাচিত না হয়েই কি অভিমানী হয়ে পড়েছেন পৃথ্বী? কী বললেন ওপেনার, TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।
গত দু’বছর ধরে ভারতীয় টিমে জায়গা করতে পারেননি পৃথ্বী। ২০২১ সালে শ্রীলঙ্কা সফরই ছিল তাঁর শেষবার জাতীয় টিমে খেলা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সফরে ভারতীয় টিমে ঢুকতে পারেন, এমন প্রত্যাশা করা হচ্ছিল। বিশেষ করে বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তাও তাঁর ভাগ্যে শিঁকে ছেঁড়েনি। সেই পৃথ্বী কিন্তু বলে দিচ্ছেন, ‘এখানে এসেইছি অভিজ্ঞতা অর্জন করার জন্য। ভারতীয় নির্বাচকরা কী ভাবছেন, তা নিয়ে একেবারেই চিন্তা করছি না। সব দূরে সরিয়ে রেখে কাউন্টিতে ভালো সময় কাটাতে চাইছি। নর্দাম্পটনশায়ার আমাকে একটা সুযোগ দিয়েছে। সেটাই কাজে লাগাতে চাই।’
সামারসেটের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন পৃথ্বী। ২৮টা চার ও ১১টা ছয় মেরেছেন। এটা তাঁর লিস্ট এ-তে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। প্রতিভা যে তাঁর কম নেই, ক্রিকেট মহল জানে। কিন্তু নিজের ফোকাস মাঝে মাঝেই হারিয়ে ফেলেন তিনি। পৃথ্বী অবশ্য নিজের ব্যাটিং নিয়েই বিভোর। তাঁর কথায়, ‘ঝকঝকে রোদ উঠেছিল। অনেকটা ভারতের মতো আবহাওয়া ছিল। এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। খুব ভালো করে জানি, একটা খোঁচা দেওয়া সত্ত্বেও যখন আউট হই না, তখন দিনটা আমারই থাকে। তাই হয়েছে। ওই সুযোগটা দেওযার পর আর ফিরে তাকাইনি। ১৫০ করার পর দেখলাম, টাইমিংটা দারুণ হচ্ছে। বড় রান আসতে পারে, মনেই হয়েছিল। হলও তাই।’
বছর দুয়েক আগে বিজয় হাজারে ট্রফিতে পণ্ডিচেরির বিরুদ্ধে ২২৭ রান করেছিলেন পৃথ্বী। ওই রানটা যে টপকে যাওয়ায় যায়, সেটা মাথায় ছিল পৃথ্বীর। ‘২২৭ রানটা মাথায় ছিল আমার। আমার সঙ্গে ক্রিজে ছিল স্যাম হোয়াইম্যান। ওকে বলেছিলাম, এর আগে আমি ২২৭ করেছি। ক্রিকেটে ওটাই আমার সর্বোচ রান।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘এটা দলগত পারফরম্যান্স। টিম যাতে জেতে, আমি সেই চেষ্টাই করেছিলাম। আমি কখনওই নিজেকে আগে রাখি না। সব কিছুর আগে টিম।’