India vs New Zealand: প্রথম ভারতীয় হিসেবে নয়া কীর্তি শ্রেয়সের
ম্যাচের পর ভারতীয় ব্যাটার বলেন, 'রেকর্ড নিয়ে আমি ভাবছিলাম না। দলের জন্য রান করাই ছিল আসল উদ্দেশ্য। হাফসেঞ্চুরি করার পর সতীর্থদের কাছ থেকে জানতে পারলাম রেকর্ড হয়েছে। অন্যান্য দেশের হয়ে অনেকেরই এই রেকর্ড থাকতে পারে। তবে প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়ে আমি তৃপ্ত। অবশ্যই ভালো লাগছে। তবে ম্যাচ দলকে জেতানোই আসল লক্ষ্য।'
কানপুর: অভিষেক টেস্টে শতরান। অনেক ভারতীয়ই এই কীর্তি গড়েছেন। কানপুর (Kanpur) টেস্টে শতরান করে সেই তালিকায় ঢুকে পড়েছেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। ষোলোতম ভারতীয়। আজহার, সৌরভ, ধাওয়ান, রোহিত- তালিকাটা অনেক দীর্ঘ। কিন্তু অভিষেক টেস্টে শতরান আর অর্ধ শতরানের কীর্তি? এই বিরল নজিরের সাক্ষী একমাত্র শ্রেয়স আইয়ার।
নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৫ করেন শ্রেয়স। অভিষেক টেস্টে শতরান আর অর্ধশতরানের এই কীর্তি আর কোনও ভারতীয় ক্রিকেটারের ঝুলিতে নেই। সেই তালিকায় একমাত্র উজ্জ্বল শ্রেয়সের নাম।
ম্যাচের পর ভারতীয় ব্যাটার বলেন, ‘রেকর্ড নিয়ে আমি ভাবছিলাম না। দলের জন্য রান করাই ছিল আসল উদ্দেশ্য। হাফসেঞ্চুরি করার পর সতীর্থদের কাছ থেকে জানতে পারলাম রেকর্ড হয়েছে। অন্যান্য দেশের হয়ে অনেকেরই এই রেকর্ড থাকতে পারে। তবে প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়ে আমি তৃপ্ত। অবশ্যই ভালো লাগছে। তবে ম্যাচ দলকে জেতানোই আসল লক্ষ্য।’
FIFTY!
Another fine knock by @ShreyasIyer15 as he brings up his half-century off 109 deliveries.
Live – https://t.co/WRsJCUhS2d #INDvNZ @Paytm pic.twitter.com/9BpbxZXZwT
— BCCI (@BCCI) November 28, 2021
What an intriguing day of Test cricket it has been! ?#TeamIndia will come out tomorrow hunting for the 9⃣ wickets. ?
An exciting Day 5 awaits. ? #INDvNZ @Paytm
Scorecard ▶️ https://t.co/9kh8Df6cv9 pic.twitter.com/BE0qzMllCP
— BCCI (@BCCI) November 28, 2021
ম্যাচে একটা সময় খারাপ অবস্থায় ছিল ভারত। দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেখান থেকে দলকে টেনে তোলেন শ্রেয়স আর ঋদ্ধিমান। শ্রেয়স বলেন, ‘রাহুল স্যার আমাকে বলেছিল অনেক বেশি বল খেলতে। ক্রিজে টিকে থাকতে। আমি আমার লক্ষ্যে সচেষ্ট ছিলাম। আমরা ঠিক করে ফেলেছিলাম দ্বিতীয় ইনিংসে ২৫০ রানই যথেষ্ট। এখন আমরা যে জায়গায় আছি, তাতে খুশি। উইকেটে বল অনেক নীচু হয়ে যাচ্ছে। খেলতে অসুবিধে হচ্ছে। আমাদের স্পিন শক্তি আছে। আশা করি, কাল আমরা ম্যাচটা শেষ করে দিতে পারব।’
আরও পড়ুন: India vs New Zealand: আরও কিছুদিন টিকে থাকার ইনিংস ঋদ্ধির ব্যাটে