IND vs AUS: অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের আগে বড় ধাক্কা, আঙুলের চোটে নেই তারকা!
BGT: অজিদের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে নামার আগে বড়সড় ধাক্কা লাগল ভারতীয় শিবিরে। চোটের কারণে এই ম্য়াচে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার এক তারকা ব্যাটার।
কলকাতা: পারথ টেস্ট জেতার পর ভারতীয় টিমের মনোবল তুঙ্গে। আগের দুটো সিরিজ জেতা ভারত যে দ্বিতীয় টেস্টেও জিততে চাইবে, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু তার আগে বেশ খানিকটা চাপে পড়ল ভারত। একে কোচ গৌতম গম্ভীর দেশে ফিরেছেন পারিবারিক কারণে। দিন-রাতের অ্যাডিলেড টেস্টের আগে টিমের সঙ্গে যোগ দেবেন তিনি। তাতেও সমস্যা মিটছে না। অ্যাডিলেডে নামার আগে বড়সড় ধাক্কা লাগল ভারতীয় শিবিরে। চোটের কারণে এই ম্য়াচে খেলতে পারবেন না তারকা ব্যাটার। তিনি আর কেউ নন, শুভমন গিল।
প্রথম টেস্টে শুভমন খেলেননি। আঙুলের চোটের কারণেই। ভাবা হয়েছিল, দ্বিতীয় টেস্টে তিনি ফিট হয়ে দলের সঙ্গে নামবেন। যা খবর পাওয়া যাচ্ছে, তা হচ্ছে না। এতে কিন্তু চাপ বাড়ল। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল রান পেয়েছেন। কিন্তু তিন নম্বরে নামা দেবদত্ত পাডিক্কালকে নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। শুভমনের জায়গায় তাঁকে খেলানো হয়েছে। তিনি পারফর্ম করতে পারেননি। শুভমন ফিট হলে তিন নম্বরে ফিরতেন। তাতে ভারতের ব্যাটিং আরও মজবুত হত। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, আঙুলের চোটের কারণে ২ সপ্তাহ তাঁকে পাওয়া যাবে না। পরে বোলিং কোচ মর্নি মর্কেল বলেছিলেন, তেমন গুরুতর নয় তাঁর চোট। পঞ্জাবের ক্রিকেটারকে প্রথম টেস্টে খেলানোও হতে পারে। যদি তাঁর চোট ভালো থাকে। পারথ টেস্টে খেলেননি শুভমন। তখন থেকেই ভাবা হচ্ছিল, দ্বিতীয় টেস্টে খেলানোর কারণেই ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে শুভমনের খেলার সম্ভবনা কার্যত নেই।
টাইমস অফ ইন্ডিয়াকে এক সূত্র জানিয়েছেন, ২ সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে শুভমনকে। এই সপ্তাহের শেষে প্র্যাক্টিস ম্যাচে খেলতে পারবেন না। স্বাভাবিক ভাবেই দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত। তারপর দেখা হবে, তাঁর চোটের কী হাল, সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে।
এই খবরটিও পড়ুন
শুভমনের চোট চাপ যেমন বাড়াল, কিছুটা কমালও। কারণ, রোহিত শর্মা ফিরছেন টিমে। তিনিই যশস্বীর সঙ্গে ওপেন করবেন। তিন নম্বরে খেলানো হবে রাহুলকে। চারে বিরাট। পাঁচে পন্থ। যদি দল বদলানো না হয়, ছয়-সাত-আটে যথাক্রমে ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। রোহিত ফেরায় টিম থেকে হয়তো বাদ পড়তে পারেন ধ্রুব।