Asia Cup 2023: সাপের ডেরায় এশিয়া কাপ, শ্রীলঙ্কা কি আদৌ তৈরি?

Asia Cup 2023, Sri Lanka: শুধু সাপ-কাণ্ডই নয়, শ্রীলঙ্কার পিচ নিয়েও উঠছে প্রশ্ন। এশিয়া কাপেই রোহিত শর্মা, বাবর আজমরা বিশ্বকাপের প্রস্তুতি সারবেন। কিন্তু ঠিকঠাক প্রস্তুতি নেওয়া যাবে কি?

Asia Cup 2023: সাপের ডেরায় এশিয়া কাপ, শ্রীলঙ্কা কি আদৌ তৈরি?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 8:38 PM

নয়াদিল্লি: ২ সেপ্টেম্বর এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistsn) দেখার জন্য মুখিয়ে রয়েছে তামাম ক্রিকেট দুনিয়া। এই ম্যাচই হতে চলেছে বিশ্বকাপের আগে দুই টিমের অ্যাসিড টেস্ট। অবশ্য আরও একবার রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের টিম মুখোমুখি নামবে এশিয়া কাপে। পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজক। কিন্তু ভারত ওয়াঘার ওপারে যাবে না বলে শ্রীলঙ্কায় হতে চলেছে অধিকাংশ ম্যাচ। কিন্তু এশিয়া কাপের দিন দশেক আগে হঠাৎই প্রস্তুতি নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। কেন হঠাৎ প্রশ্নের মুখে কলম্বো আর ক্যান্ডির স্টেডিয়াম? অনেকেই বলছেন, অপ্রীতিকর কিছু ঘটে গেলে কী হবে? কেন একগুচ্ছ প্রশ্নের মুখে শ্রীলঙ্কা? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

সব মিলিয়ে শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে এশিয়া কাপের ৯টা ম্যাচ হবে। যার মধ্যে ভারত-পাকিস্তানও রয়েছে। টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। দুই দেশ থেকেই অনেকে ওই ম্যাচের দিন স্টেডিয়ামে হাজির থাকতে চাইছেন। তার মধ্যেই শ্রীলঙ্কার দুটো স্টেডিয়াম নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের খেলা এখন চলছে। আর তার মধ্যেই দেখা গিয়েছে বিপজ্জনক পরিস্থিতি। স্টেডিয়ামে খেলা চলাকালীন বেশ কয়েকবার সাপ দেখা গিয়েছে স্টেডিয়ামে। শ্রীলঙ্কার ক্রিকেটার ইসরু উদানা লংয়ে ফিল্ডিংয়ের সময় প্রায় পা দিয়ে ফেলছিলেন সাপের উপর। হঠাৎই চোখ যাওয়ায় বেঁচে গিয়েছেন। এ নিয়ে কম সমালোচনা হয়নি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মজা করেছেন। কিন্তু ব্যাপারটা যে সিরিয়াস, সন্দেহ নেই। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এশিয়া কাপের আগে এ নিয়ে বেশ চাপেও রয়েছে। অবশ্য বলা হচ্ছে, এশিয়া কাপের সময় এমন ঘটনা ঘটবে না। কিন্তু নিশ্চিন্ত হওয়া যাবে কি?

শুধু সাপ-কাণ্ডই নয়, শ্রীলঙ্কার পিচ নিয়েও উঠছে প্রশ্ন। এশিয়া কাপেই রোহিত শর্মা, বাবর আজমরা বিশ্বকাপের প্রস্তুতি সারবেন। কিন্তু ঠিকঠাক প্রস্তুতি নেওয়া যাবে কি? শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের অধিকাংশ ম্যাচই লো-স্কোরিং হয়েছে। অর্থাৎ ১০০ কিংবা ১২০তেই থেমে গিয়েছে টিমগুলো। পিচ অত্যন্ত মন্থর। বল থমকে আসছে। স্ট্রোক খেলাই কঠিন। এই রকম পিচে যে টিমগুলো ঠিকঠাক প্রস্তুতি নিতে পারবে না, তাতে আর আশ্চর্য কী! শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার সনথ জয়সূর্য যা নিয়ে রীতিমতো বিরক্ত পিচ নিয়ে।