Syed Mushtaq Ali Trophy: শাহবাজের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলার বড় জয়
Bengal: তামিলনাডুর তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ বাংলা বোলিংয়ের সামনে খেই হারাল। ওপেনার সাই সুদর্শন ৪৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। বাংলা স্পিনাররা রান আটকানোর পাশাপাশি নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকেন।
লখনউ : সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে (Syed Mushtaq Ali Trophy) টানা দ্বিতীয় জয় বাংলার। গত ম্যাচে ওডিশাকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলা (Bengal) দল। এ দিন শক্তিশালী তামিলনাডুকে ৪৩ রানের বিশাল ব্যবধানে হারাল বাংলা দল। গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। বাংলা ব্যাটিংয়ে ভরসা দিতে পারল না টপ অর্ডার। তাতে অবশ্য বড় জয়ে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি লক্ষ্মীরতন শুক্লার ছাত্রদের। বৃষ্টিতে বাংলার প্রথম ম্যাচটি ভেস্তে গিয়েছিল। ফলে টানা দুই ম্যাচে বড় জয় খুবই কার্যকরী হয়ে দাঁড়াল বাংলার।
শক্তিশালী তামিলনাডুর বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। ওপেনিংয়ে ফের ব্যর্থ রনজ্যোত সিং খাইরা। দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়েন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি। ৩৩ বলে ৬৪ রান যোগ করেন তাঁরা। অভিমন্যু একদিক আগলে রাখেন (৩৮)। অন্যদিকে ১৪ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস সুদীপ ঘরামির। ঋত্বিক রায়চৌধুরি করেন ৩২ রান। বাংলা ব্যাটিংয়ে মূল পার্থক্য গড়ে দিলেন শাহবাজ আহমেদ। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। ঘরোয়া ক্রিকেটে ফিরেও ছন্দ ধরে রাখলেন। মাত্র ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন শাহবাজ। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে বাংলা।
তামিলনাডুর তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ বাংলা বোলিংয়ের সামনে খেই হারাল। ওপেনার সাই সুদর্শন ৪৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। বাংলা স্পিনাররা রান আটকানোর পাশাপাশি নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকেন। মুকেশ কুমার এবং আকাশ দীপের পেস জুটি ২ উইকেট নেয়। তামিলনাডুর সমস্যা হয়ে দাঁড়ায় মূলত বাংলার স্পিনাররাই। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন। আর এক স্পিনার প্রদীপ্ত প্রামাণিক নেন ২ উইকেট। ২০ ওভারে ৯ উইকেটে ১২১ রানেই আটকে যায় তামিলনাডু।