Smriti Mandhana on Virat Kohli: ১৮ নম্বর জার্সি বলেই… কিং কোহলির সঙ্গে তুলনা নিয়ে কী বলছেন ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি?
জাতীয় দলে বিরাট ও স্মৃতির জার্সি নম্বর ১৮ হওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে (আইপিএল ও উইমেন্স প্রিমিয়ার লিগে) তাঁদের জার্সি নম্বর এক। বিরাট-স্মৃতির দলও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে এক। তাঁরা দু'জনই আরসিবিতে খেলেন।
কলকাতা: কিং কোহলির জার্সি নম্বর কত? ক্রিকেট সম্পর্কে একটু খোঁজ খবর রাখা যে কাউকে জিজ্ঞাসা করলেই, তিনি বলে দেবেন ১৮ আবার কী! ভারতীয় মহিলা ক্রিকেট টিমে সেই ১৮ নম্বর জার্সি গায়ে চাপান কে? এখানেও বলতে হচ্ছে ক্রিকেট নিয়ে খোঁজ রাখেন, এমন ব্যক্তিরা একবাক্যে বলে দেবেন স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) নাম। ভারতীয় ক্রিকেটে ১৮ নম্বর জার্সির মাহাত্ম আলাদা। পুরুষদের ক্রিকেটে বিরাট কোহলি (Virat Kohli) ওই জার্সিতে দ্যুতি ছড়ান। আর মহিলাদের ক্রিকেটে কুইন স্মৃতি সেই কাজটা করেন। জার্সি নম্বর এক বলে অবশ্য তাঁদের তুলনাও হয় মাঝে মাঝে। যা একেবারেই অপছন্দের স্মৃতির। সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়েই বলেছেন স্মৃতি মান্ধানা।
টিম ইন্ডিয়ার সুপারস্টার স্মৃতি মান্ধানা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘বিরাট কোহলি অসাধারণ প্লেয়ার। ভারতীয় ক্রিকেটের জন্য তিনি যা অর্জন করেছেন, তা অতুলনীয়। বিরাট ও আমি ১৮ নম্বর জার্সি পরি বলে ওর সঙ্গে আমার তুলনা করবেন না। আমি এই ধরনের তুলনা একেবারেই পছন্দ করি না।’
Smriti Mandhana said, “Virat Kohli is a great player. What he has achieved for Indian cricket is amazing. Don’t compare me with him just because I’m wearing a No. 18 jersey, I don’t like such comparisons”. (ST with Shreya). pic.twitter.com/u3dusw30Yv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 10, 2024
বিরাট কোহলির মতো বিশ্বমানের ক্রিকেটারকে শুধু ভারতেই নয়, বিদেশেরও প্রচুর ক্রিকেটারও শ্রদ্ধা করেন। তাঁকে আদর্শ মানেন এমন তরুণ ক্রিকেটারদের ঢল নেমে পড়েছে। ভারতীয় ক্রিকেটকে কোহলি যা দিয়েছেন, তার ফলে তাঁকে নিয়ে আলোচনা থামার নয়। জাতীয় দলে বিরাট ও স্মৃতির জার্সি নম্বর ১৮ হওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে (আইপিএল ও উইমেন্স প্রিমিয়ার লিগে) তাঁদের জার্সি নম্বর এক। বিরাট-স্মৃতির দলও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে এক। তাঁরা দু’জনই আরসিবিতে খেলেন। তাঁদের জনপ্রিয়তাও আকাশছোঁয়া।