Sourav Ganguly : সেমিফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান, ভবিষ্যদ্বাণী সৌরভের
World cup 2023 : চলতি বছর অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা : ২০২৩ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) সূচি প্রকাশিত হয়েছে জুন মাসে। ৫ অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ দিয়ে ভারতে শুরু হচ্ছে এ বারের বিশ্বকাপ। তবে বিশ্বজুড়ে ক্রিকেট অনুরাগীরা যে ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা হল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আগামী ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ অনুষ্ঠিত হবে। সূচি প্রকাশের পর থেকেই গ্রুপ পর্বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিমের ম্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই ম্যাচ নিয়ে আলোচনা থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না। বিশ্বকাপে ভারত ও পাকিস্তানকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সবে ৫১তম জন্মদিন উদযাপন করেছেন সৌরভ। ২০০৩ সালে দেশকে বিশ্বকাপ ফাইনালে তোলা অধিনায়কের আশা, এ বারের বিশ্বকাপে ভারত ও পাকিস্তান উভয় দলই সেমিফাইনাল খেলবে। তাঁর ভবিষ্যদ্বাণীকে সত্যি করে যদি এই দুই দলের মধ্যে যদি সেমিফাইনালে ওঠে, তাহলে এই ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এছাড়া বিশ্বকাপের শেষ চারে যাবে কোন দলগুলি তারও ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন অধিনায়ক। সৌরভের বিশ্বাস, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, ভারতের সঙ্গে ২০২৩ বিশ্বকাপের নকআউটে পৌঁছবে। একইসঙ্গে তিনি নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দেখছেন।
সৌরভ বলেছেন, “বলা কঠিন তবে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত এই তিন দলই সবচেয়ে বড় দাবিদার। এই বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে খাটো করে দেখা যাবে না। নিউজিল্যান্ড হবে চতুর্থ দল। পাকিস্তানকে পঞ্চম দল হিসেবে ধরব। তারাও সেমিফাইনালে যেতে পারে।” বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের চাপানোতর শেষ হয়নি। পাকিস্তান তাদের কিছু ম্যাচ নির্দিষ্ট ভেনুতে খেলতে চায় না। অন্যদিকে, সেমিফাইনালে পৌঁছলে এবং ভারতের সঙ্গে ম্যাচ হলে মুম্বইয়ের পরিবর্তে কলকাতায় চলে যাবে ম্যাচ। আইসিসির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালের জন্য আয়োজক দেশ তার পছন্দের ভেনু নির্ধারণ করতে পারে। তবে ২০২৩ সালের বিশ্বকাপে এমনটা হবে না। পাকিস্তানকে আইসিসি বিশেষ সুবিধা দিয়েছে। সেমিফাইনালে উঠলে ইডেন গার্ডেন্সে খেলবে পাকিস্তান।