SA vs BAN, ICC World Cup 2023 Highlights: একা কুম্ভ হয়ে রক্ষা করতে পারলেন না মাহমুদউল্লাহ, জয় প্রোটিয়াদের
South Africa vs Bangladesh,ICC world Cup 2023 Live Score Updates: প্রোটিয়াদের ব্যাট-বলের শাসন অচেনা নয় কারও, তাই এইডেন মার্কব়্যামদের কাছে মাথা তুলে দাঁড়াতে বেশ বেগ পেতে হবে বাংলাদেশকে তা নিয়ে কোনও সন্দেহ নেই। চার ম্যাচের মাত্র একটিতে জিতেছে টাইগাররা। অন্যদিকে এখনও পর্যন্ত শুধু এক ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল প্রোটিয়ারা।
মুম্বই: ওয়াংখেড়েতে আজ বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) বড় পরীক্ষা ছিল বাংলাদেশের (Bangladesh)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বড় হারের সাক্ষী রইল সাকিব আল হাসানের দল। প্রোটিয়াদের ব্যাট-বলের শাসন অচেনা নয় কারও, তাই কুইন্টন ডি’কক, এইডেন মার্কব়্যামদের কাছে মাথা তুলে দাঁড়াতে বেশ বেগ পেতে হল বাংলাদেশকে। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে রান তাড়া করতে নেমে ২৩৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। শেষ অবধি ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল প্রোটিয়ারা। টানা ৪ হারের মুখ দেখল বাংলাদেশ। অন্যদিকে ৫ ম্যাচ খেলে ৪টি জয় ও ১টি হার দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশকে ১৪৯ রানের বিরাট ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের প্রত্যেক মুহূর্তের হাইলাইটস জানতে ক্লিক করুন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।
LIVE Cricket Score & Updates
-
ICC World Cup: রইল প্রোটিয়া বনাম টাইগার্সদের ম্যাচ রিপোর্ট
ICC World Cup Match Report, South Africa vs Bangladesh: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বিশ্বকাপের ম্যাচে নেমেছিল দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। হারের হ্যাটট্রিকের পর এমনিতেই বিধ্বস্ত ছিল টাইগার্সরা। নিয়মিত ক্যাপ্টেন সাকিব আল হাসান প্রোটিয়াদের বিরুদ্ধে ফেরার পরও দলের পারফরম্যান্সে কোনও পরিবর্তন হল না।
পড়ুন বিস্তারিত – দুরন্ত ডি’ককে জয় প্রোটিয়াদের, কাজে এল না মাহমুদউল্লাহর লড়াই
-
ICC World Cup: বাংলাদেশকে ১৪৯ রানের বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা
৪৭তম ওভারে গুটিয়ে গেল বাংলাদেশ। ১৪৯ রানের বিরাট ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।
-
-
ICC World Cup: শতরানের পর মাহমুদউল্লাহকে ফেরালেন কোয়েটজি
১১১ রান করে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ। জেরাল্ড কোয়েটজি ফেরালেন মাহমুদউল্লাহকে। নবম উইকেট হারাল বাংলাদেশ।
-
ICC World Cup: চাপের মুখে শতরান মাহমুদউল্লাহর
১০৪ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন বাংলাদেশের মাহমুদউল্লাহ।
-
ICC World Cup: মাহমুদউল্লাহর অর্ধশতরান
দলের চাপের মুখে হাফসেঞ্চুরি বাংলাদেশের মাহমুদউল্লাহর। ৬৭ বলে হাফসেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ।
-
-
ICC World Cup: নাসুমকে ফেরালেন কোয়েটজি
নাসুম আহমেকে ফেরালেন জেরাল্ড কোয়েটজি। ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন নাসুম। বাংলাদেশের সপ্তম উইকেটের পতন। কট অ্যান্ড বোল্ড হলেন নাসুম।
-
ICC World Cup: বাংলাদেশ কি বাকি থাকা ২৫ ওভারে জিততে পারবে?
- ইনিংসের মাঝপথে বাংলাদেশ
- ২৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৯৩
- জিততে হলে বাকি ২৫ ওভারে বাংলাদেশকে তুলতে হবে ২৯০ রান
-
ICC World Cup: বাংলাদেশের ইনিংস বাকি ৩০ ওভারের
- বাংলাদেশের ইনিংস বাকি ৩০ ওভারের
- টাইগার্সরা রান তাড়া করায় ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৭২ রান
- বাকি ৩০ ওভারে জিততে হলে বাংলাদেশকে তুলতে হবে ৩১১ রান
- অন্যদিকে প্রোটিয়াদের জয়ের জন্য চাই আর ৫টি উইকেট
-
ICC World Cup: লিটন আউট
লিটন দাসকে ফেরালেন কাগিসো রাবাডা। ২২ রান করে মাঠ ছাড়লেন লিটন। পঞ্চম উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। টাইগার্সদের জয় এখন বিরাট কঠিন হয়ে দাঁড়াল।
-
ICC World Cup: বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন
বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন। ১৭ বলে ৮ রান করে মাঠ ছাড়লেন মুশফিকুর রহিম। ক্যাচ নিলেন সাবস্টিউট হিসেবে নামা আন্দিলে। -
ICC World Cup: বাংলাদেশের ১০ ওভারের খেলা শেষ
রান তাড়া করায় বাংলাদেশের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে এর মধ্যে ৩৫ রান তুলেছে টাইগার্সরা। জিততে হলে এখনও ৪০ ওভারে বাংলাদেশকে তুলতে হবে ৩৪৮ রান। -
ICC World Cup 2023: সাকিবের বড় উইকেট হারাল টাইগার্সরা
মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। লিজাড উইলিয়ামস ফেরালেন সাকিবকে।
-
ICC World Cup 2023: এক ওভারে জোড়া ধাক্কা খেল বাংলাদেশ
- সপ্তম ওভারে জোড়া ধাক্কা খেল বাংলাদেশ।
- সপ্তম ওভারের প্রথম বলে প্রথমে মার্কো জ্যানসেন ফেরান তানজিদ হাসানকে।
- এর পরের বলেই মার্কো ফেরান নাজমুল হোসেন শান্তকে।
- ক্রিজে এখন লিটন দাস ও সাকিব আল হাসান।
-
ICC World Cup 2023: ৫ ওভারে বাংলাদেশ
- বাংলাদেশের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- শুরুর ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৯ রান।
- জিততে হলে এখনও ৪৫ ওভারে বাংলাদেশকে তুলতে হবে ৩৬৪ রান।
-
ICC World Cup 2023: রান তাড়া করতে নামল বাংলাদেশ
- হারের হ্যাটট্রিকের ধাক্কা সামলে জয়ে ফিরতে হলে বাংলাদেশকে তুলতে হবে ৩৮৩ রান।
- রান তাড়া করতে নামলেন লিটন দাস ও তানজিদ হাসান।
-
ICC ODI World Cup 2023: শেষ হল প্রোটিয়াদের ইনিংস
ডি ককের সেঞ্চুরি, ক্লাসেনের অনবদ্য় ৯০ রান, সাকিবদের ৩৮৩ রানের লক্ষ্য দিয়ে শেষ হল প্রোটিয়াদের ইনিংস।
-
ICC OD World Cup 2023: আউট ক্লাসেন
শতরানের মুখ থেকে ফিরলেন ক্লাসেন। তাঁকেও ফেরালেন মাহমুদ।
-
ICC OD World Cup 2023: ফিরলেন ছন্দে থাকা ডি কক
ছক্কা হাঁকাতে গিয়েই বিপত্তি। ১৭৪ রানের ইনিংস খেলে ফিরলেন কুইন্টন ডি কক। তাঁকে ফেরালেন হাসান মাহমুদ।
-
ICC OD World Cup 2023: হাফ সেঞ্চুরি ক্লাসেনের
চেনা ছন্দে হেনরিক ক্লাসেন। অর্ধ শতরান এল তাঁর ব্যাটে।
-
ICC OD World Cup 2023: সেঞ্চুরি ডি ককের
দুর্দান্ত ফর্মে কুইন্টন ডি কক। শতরান এল তাঁর ব্যাটে।
-
ICC OD World Cup 2023: আউট মার্কব়্যাম
৬০ রান করেই ফিরলেন এইডেন মার্কব়্যাম। তাঁকে ফেরালেন সাকিব।
-
ICC World Cup: কুইন্টন-এইডেন জুটির শতরানের পার্টনারশিপ পূর্ণ
১০৭ বলে শতরানের পার্টনারশিপ পূর্ণ এইডেন মার্কব়্যাম ও কুইন্টন ডি’ককের। অর্ধশতরান প্রোটিয়াদের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন এইডেন মার্কব়্যামের। ৫৭ বলে অর্ধশতরান এইডেনের। এটি তাঁর ওডিআই কেরিয়ারের নবম অর্ধশতরান। -
ICC OD World Cup 2023: দলগত শতরান
২০ ওভারে শতরান এল দক্ষিণ আফ্রিকার ঘরে। উইকেট হারিয়েছে ১ টি।
-
ICC OD World Cup 2023: ফের উইকেট
শুরুতেই জোড়া উইকেট! এবার ডুসেনকে ফেরালেন মেহেদি হাসান মিরাজ। শুরু থেকেই দাপট দেখাচ্ছে টাইগাররা।
-
ICC ODI World Cup 2023: আউট হেনড্রিক
মাত্র ১২ রান করে ফিরলেন হেনড্রিকা। তাঁকে ফেরালেন শরিফুল।
-
ICC ODI World Cup 2023: দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু
দক্ষিণ আফ্রিকার ইনিংস শরু। ক্রিজে কুইন্টন ডি কক ও হেনড্রিক।
-
ICC ODI World Cup 2023: টস আপডেট
টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা।
-
ICC ODI World Cup 2023: কেমন হবে আজ প্রোটিয়াদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই?
বিস্তারিত পড়ুন: বিধ্বংসী দক্ষিণ আফ্রিকার সামনে আজ চাপে থাকা বাংলাদেশ
Published On - Oct 24,2023 1:00 PM