সাত বছর পর মাঠে ফিরছেন শ্রীসন্থ

সাত বছর পর আবার টি-টোয়েন্টি (T20) ম্যাচ দিয়েই ক্রিকেটে ফিরছেন শান্তাকুমারন শ্রীসন্থ (Sreesanth)। কেরালার ক্রিকেটারকে খেলতে দেখা যাবে কেসিএ-র প্রেসিডেন্টস কাপে।

সাত বছর পর মাঠে ফিরছেন শ্রীসন্থ
সাত বছর পর মাঠে ফিরছেন শ্রীসন্থ (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Updated on: Nov 27, 2020 | 1:36 PM

TV9 বাংলা ডিজিটাল : ২০১৩ সালের মে মাসে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। রাজস্থানের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে, আইপিএলে। সাত বছর পর আবার টি-টোয়েন্টি (T20) ম্যাচ দিয়েই ক্রিকেটে ফিরছেন শান্তাকুমারন শ্রীসন্থ (Sreesanth)। কেরালার ক্রিকেটারকে খেলতে দেখা যাবে কেসিএ-র প্রেসিডেন্টস কাপে। ১৭ ডিসেম্বর থেকে শুরু টু্র্নামেন্ট। তার আগে নিজেকে নেটে উজাড় করে দিচ্ছেন ডানহাতি পেসার।

শ্রীসন্থ বলেছেন, ‘সাতটা বছর মাঠের বাইরে কাটিয়েছি। লম্বা সময়। বাইশ গজে ফেরার জন্য আমি কঠিন ট্রেনিং করেছি। কেরালা ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ, আমাকে মাঠে ফেরার সুযোগ দেওয়ার জন্য। বোর্ডের কাছেও কৃতজ্ঞ।’ ২০১৩ সালে স্পট-ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসিত হয়েছিলেন শ্রীসন্থ। নির্বাসন তোলার জন্য বোর্ডের কাছে আবেদন করেছিলেন কেরালার পেসার। গত বছর তা কমিয়ে সাত বছর করা হয়। সেপ্টেম্বরেই সমস্ত অভিযোগ থেকে মুক্ত হয়েছিলেন তিনি। তখন থেকেই শুরু করে দিয়েছিলেন প্র্যাক্টিস।

শ্রীসন্থ সংবাদ সংস্থাকে বলেছেন, ‘সাত বছর আগের মুহূর্তগুলো ফিরে পাওয়ার জন্য মুখিয়ে ছিলাম। ২০১১ সালে বিশ্বকাপ খেলার সময় যতটা ফিট ছিলাম, এখন তার থেকেও বেশি ফিট আমি। যথেষ্ট আত্মবিশ্বাসী, নিজের সেরাটা দিতে পারব।’

ছ’টা টিমের টুর্নামেন্ট। প্রতি দিন দুটো করে ম্যাচ। প্রতি টিম থেকে চার জন করে নিয়ে তৈরি হবে ২৪ জনের সম্ভাব্য টিম। যেখান থেকে বেছে নেওয়া হবে কেরালার টি-টোয়েন্টি টিম। পুরো টুর্নামেন্ট জুড়ে থাকছে জৈব সুরক্ষা।