SRH vs CSK, IPL 2021 Match 44 Results: হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে পৌঁছে গেলেন ধোনিরা

| Edited By: | Updated on: Sep 30, 2021 | 11:17 PM

SRH vs CSK Live Score: দেখুন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

SRH vs CSK, IPL 2021 Match 44 Results: হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে পৌঁছে গেলেন ধোনিরা
মহেন্দ্র সিং ধোনি (ছবি-আইপিএল ওয়েবসাইট)

শারজা: আজ, বৃহস্পতিবার আইপিএলের (IPL) ৪৪তম ম্যাচে আজ মুখোমুখি কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। লিগ টেবলের প্রথম ও শেষ দলের লড়াই আজ।

টসে জিতে কেন উইলিয়ামসনদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন চেন্নাইয়ের (CSK) ক্যাপ্টেন এমএস ধোনি (MS Dhoni)। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তোলে অরেঞ্জ আর্মি। ২ বল বাকি থাকতেই হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। এবং, আজকের ম্যাচে দেখা গেল ফিনিশার ধোনিকে। ছক্কা মেরে দলকে জেতানোর পাশাপাশি এ বারের আইপিএলের প্লে অফে পৌঁছে যাওয়া প্রথম দল হল মহেন্দ্র সিং ধোনির সিএসকে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 30 Sep 2021 11:03 PM (IST)

    ফিনিশার ধোনি

    আজ ফিনিশার ধোনিকে দেখা গেল। ছক্কা মেরে দলকে জেতালেন এমএসডি। পাশাপাশি সিএসকে পৌঁছে গেল আইপিএলের প্লে অফে

  • 30 Sep 2021 10:57 PM (IST)

    শেষ ওভার বাকি

    এক ওভারে সিএসকের জয়ের জন্য প্রয়োজন ৩ রান

  • 30 Sep 2021 10:47 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে সিএসকের স্কোর ১১৩/৪। ধোনিদের জয়ের জন্য প্রয়োজন ২২ রান

  • 30 Sep 2021 10:40 PM (IST)

    দু প্লেসি আউট

    ৪১ রান করে সাজঘরে ফিরলেন ফাফ দু প্লেসি। রায়নার পর দু প্লেসির উইকেট নিয়ে সিএসকেকে বড় ধাক্কা দিলেন জেসন হোল্ডার

  • 30 Sep 2021 10:36 PM (IST)

    রায়না আউট

    মাত্র ২ রান করে জেসন হোল্ডারের শিকার হলেন সুরেশ রায়না

  • 30 Sep 2021 10:32 PM (IST)

    ১৫ ওভারে সিএসকে ১০৫/২

    খেলা বাকি ৫ ওভারের। সিএসকের জয়ের জন্য প্রয়োজন ৩০ রান

  • 30 Sep 2021 10:30 PM (IST)

    মইন আলি আউট

    ১৭ রান করে মাঠ ছাড়লেন মইন আলি।

  • 30 Sep 2021 10:08 PM (IST)

    ঋতুর উইকেট হারাল সিএসকে

    সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়কে আউট করলেন জেসন হোল্ডার। ৪৫ রান করে সাজঘরে ফিরে গেলেন গায়কোয়াড়

  • 30 Sep 2021 10:06 PM (IST)

    ১০ ওভারে সিএসকে ৭৫/০

    খেলা বাকি ১০ ওভারের। সিএসকের জয়ের জন্য প্রয়োজন ৬০ রান

  • 30 Sep 2021 09:51 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল চেন্নাই। ৬ ওভারে সিএসকে ৪৭/0

  • 30 Sep 2021 09:46 PM (IST)

    ৫ ওভারে সিএসকে ৩৬/০

    এগিয়ে চলেছে সিএসকের ওপেনিং জুটি। জয়ের জন্য ধোনিদের প্রয়োজন ৯৯ রান

  • 30 Sep 2021 09:37 PM (IST)

    ৩ ওভারে চেন্নাই ১২/০

    উইকেট না খুইয়ে ভালো শুরু সিএসকের।  জয়ের জন্য সিএসকের প্রয়োজন ১২৩ রান

  • 30 Sep 2021 09:25 PM (IST)

    চেন্নাইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসি

  • 30 Sep 2021 09:10 PM (IST)

    ১৩৪ রানে আটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১৩৪ রান করে থেমে গেল অরেঞ্জ আর্মি। ধোনিদের টার্গেট ১৩৫

  • 30 Sep 2021 08:55 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে অরেঞ্জ আর্মির স্কোর ৬ উইকেটে ১১১

  • 30 Sep 2021 08:54 PM (IST)

    আব্দুল সামাদ আউট

    অভিষেক শর্মার পর আব্দুল সামাদের উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ

  • 30 Sep 2021 08:51 PM (IST)

    অভিষেক শর্মা আউট

    ১৮ রান করে মাঠ ছাড়লেন অভিষেক শর্মা

  • 30 Sep 2021 08:39 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ৯৭/৪

    খেলা বাকি ৫ ওভারের। ধোনির চেন্নাইকে কত রানের টার্গেট দিতে পারবে অরেঞ্জ আর্মি?

  • 30 Sep 2021 08:36 PM (IST)

    সিএসকের হয়ে ধোনির শততম ক্যাচ

    সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শততম ক্যাচ নিলেন

  • 30 Sep 2021 08:29 PM (IST)

    ঋদ্ধি আউট

    হাফসেঞ্চুরি হাতছাড়া করে সাজঘরে ফিরে গেলেন ঋদ্ধিমান সাহা। রবীন্দ্র জাডেজা তুলে নিলেন ঋদ্ধির উইকেট

  • 30 Sep 2021 08:22 PM (IST)

    প্রিয়ম গর্গ আউট

    ৭ রান করে সাজঘরে প্রিয়ম গর্গ। চেন্নাইকে তৃতীয় উইকেট এনে দিলেন ব্র্যাভো

  • 30 Sep 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদ ৬৩/২

    খেলা বাকি ১০ ওভারের। ক্রিজে ঋদ্ধিমান সাহা ও প্রিয়ম গর্গ।

    ঋদ্ধিমান ৩৭*, প্রিয়ম ৬*

  • 30 Sep 2021 08:01 PM (IST)

    উইলিয়ামসন আউট

    কেন উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ডোয়েন ব্র্যাভো। ১১ রান করে সাজঘরে ফিরে গেলেন উইলিয়ামসন

  • 30 Sep 2021 07:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র মধ্যে এক উইকেট হারিয়ে ফেলেছে অরেঞ্জ আর্মিরা। ৬ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ৪১

  • 30 Sep 2021 07:52 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৩৫/১

    ৫ ওভারের মধ্যে এক উইকেট হারিয়ে ফেলে হায়দরাবাদ

  • 30 Sep 2021 07:46 PM (IST)

    জেসন রয় আউট

    ২ রান করে সাজঘরে ফিরলেন জেসন রয়। জস হ্যাজেলউড চেন্নাইকে প্রথম সাফল্য এনে দিলেন

  • 30 Sep 2021 07:42 PM (IST)

    ৩ ওভারে হায়দরাবাদ ১৯/০

    উইকেট না খুইয়ে এগোচ্ছে অরেঞ্জ আর্মি

  • 30 Sep 2021 07:30 PM (IST)

    হায়দরাবাদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন জেসন রয় ও ঋদ্ধিমান সাহা

  • 30 Sep 2021 07:09 PM (IST)

    অরেঞ্জ আর্মির প্রথম একাদশ

    সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), প্রিয়ম গর্গ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, সন্দীপ শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল।

  • 30 Sep 2021 07:08 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, ফাফ দু প্লেসি, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজেলউড।

  • 30 Sep 2021 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল চেন্নাই সুপার কিংস।

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি

  • 30 Sep 2021 06:44 PM (IST)

    শারজায় হাজির অরেঞ্জ আর্মি

  • 30 Sep 2021 06:36 PM (IST)

    ইয়েলোব্রিগেড তৈরি, আর আপনারা তৈরি তো?

    কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আইপিএলে ধোনি বনাম উইলিয়ামসন দ্বৈরথ

  • 30 Sep 2021 06:31 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    আইপিএলে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই (CSK) ও হায়দরাবাদ (SRH)। যার মধ্যে হায়দরাবাদ জিতেছে মাত্র ৪ বার। চেন্নাই জিতেছে ১১ বার।

Published On - Sep 30,2021 6:30 PM

Follow Us: