Steve Smith: দ্বিশতরান, ব্র্যাডম্যানকে ছুঁয়ে সম্মান স্মিথের!

Australia : লাল বলের ক্রিকেটে ফিরতেই স্বমহিমায় স্মিথ। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ রিকি পন্টিংয়ের মতো প্রাক্তনও। তিনি বলেছেন, 'স্মিথকে কখনও এ ভাবে ব্যাটিং করতে দেখেছি কিনা, মনে পড়ছে না।'

Steve Smith: দ্বিশতরান, ব্র্যাডম্যানকে ছুঁয়ে সম্মান স্মিথের!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2022 | 4:52 PM

সিডনি: নজির গড়লেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। টেস্টে ডন ব্র্য়াডম্য়ানের (Don Bradman) ২৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (AUSvsWI) টেস্ট সিরিজ খেলছে অজিরা। প্রথম টেস্টের দ্বিতীয় দিনই ২৯তম সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়া ক্রিকেটার। স্মিথ অবশ্য সেঞ্চুরি করেই থামেননি। ডাবল সেঞ্চুরিও করেন। এটি স্মিথের কেরিয়ারে চতুর্থ ডাবল সেঞ্চুরি। তাঁর দ্বিতশতরান পূর্ণ হতেই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ২০০ রানে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সুবাদেই প্রথম ইনিংসে ৫৯৮-৪ তুলেছে অস্ট্রেলিয়া। ডাবল সেঞ্চুরি করেছেন মার্নাস লাবুশেনও। পারথে দ্বিতীয় দিনই চালকের আসনে অস্ট্রেলিয়া। বিস্তারিত TV9Bangla-য়।

সর্বকালের অন্যতম সেরা ডন তাঁর ৫১তম টেস্টেই ২৯ সেঞ্চুরি করেন। ১৯৪৮ সালে জুলাই মাসে ইংল্য়ান্ডের বিপক্ষে এই মাইলফলকে পৌঁছেছিলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। ইংল্যান্ডের বিপক্ষেই কেরিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন। ডনকে ছুঁয়ে সেই অতীত আবার উস্কে দিলেন স্টিভ স্মিথ। সুন্দর ইনিংসে মন ভরালেন স্মিথ। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই অর্থে সুযোগই পাননি। লাল বলের ক্রিকেটে ফিরতেই স্বমহিমায় স্মিথ। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ রিকি পন্টিংয়ের মতো প্রাক্তনও। তিনি বলেছেন, ‘স্মিথকে কখনও এ ভাবে ব্যাটিং করতে দেখেছি কিনা, মনে পড়ছে না।’

স্মিথ তাঁর ৮৮ তম টেস্ট ম্যাচে ডনকে ছুঁলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে টেস্ট শতরানে স্মিথের সামনে রয়েছেন রিকি পন্টিং(৪১), স্টিভ ওয়া (৩২) এবং ম্যাথু হেডেন (৩০)। স্মিথ তাঁর সেঞ্চুরি করার পথে ৯টি বাউন্ডারি মেরেছিলেন। যা এসেছিল ১৭৯ বলে। চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৫ রানের ইনিংস খেলার পর এটা স্মিথের দ্বিতীয় সেঞ্চুরি। স্মিথ বর্তমান প্রজন্মের সেরা ৪ ব্য়াটসম্য়ানদের মধ্য়ে একজন। ভারতের বিরাট কোহলি, নিউজিল্য়ান্ডের কেন উইলিয়ামসন এবং ইংল্য়ন্ডের জো রুটও রয়েছেন সেরাদের বন্ধনীতে। কোহলি ১০২টি টেস্টে ২৭টি , উইলিয়ামসনের ৮৮টি টেস্টে ২৪টি এবং রুট ১২৫টি টেস্ট খেলে ২৮টি সেঞ্চুরি করেছেন। স্মিথ তাঁদের সঙ্গে ব্যবধান বাড়ালেন।