Sunil Gavaskar : ‘অপছন্দ হলে ম্যাচ দেখবেন না’, হঠাৎ রেগে গেলেন সানি

যুজি, অশ্বিনকে এশিয়া কাপের দলে দেখতে না পেয়ে গেল...গেল রব উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Sunil Gavaskar : 'অপছন্দ হলে ম্যাচ দেখবেন না', হঠাৎ রেগে গেলেন সানি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 6:52 PM

কলকাতা : যুজবেন্দ্র চাহালকে কেন স্কোয়াডে রাখা হল না? লোয়ার অর্ডারে ব্যাটিংয়েও ভরসা দিতে পারেন, তবু কেন এশিয়া কাপে সুযোগ পেলেন না রবিচন্দ্রন অশ্বিন? সোমবার এশিয়া কাপের (Asia Cup 2023) দল ঘোষণার পর থেকে এমনই প্রশ্নে সরগরম ক্রিকেট বিশ্ব। সাধারণ ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞরা চাহালের বাদ পড়া নিয়ে বেজায় অসন্তুষ্ট। আবার অশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই ভারত এশিয়া কাপ খেলতে যাচ্ছে, এটা হজম করতে পারছেন না অনেকেই। এমন প্রশ্ন যাঁরা তুলছেন তাঁদের উপরই রেগে গেলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ৭৪ বছরের গাভাসকর এখন ধারাভাষ্যকার। এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে মূল্যবান মতামত দিয়ে থাকেন। এশিয়া কাপের দল নিয়ে আজতকের সঙ্গে কথা বলতে গিয়ে কাঁদুনি গাওয়া লোকেদের একহাত নিলেন সানি। কী বলেছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

যুজি, অশ্বিনকে এশিয়া কাপের দলে দেখতে না পেয়ে গেল…গেল রব উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে বিরক্ত গাভাসকর বলেছেন, “এটা সত্যি যে কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা নিজেদের ভাগ্যবান মনে করতে পারেন। কিন্তু দল ঘোষণা হয়ে গিয়েছে। এখন আর অশ্বিনকে নিয়ে কথা বলে লাভ নেই। বিতর্ক তৈরি করা বন্ধ করুন। এটাই এখন আমাদের টিম।” এরপর তিনি বলেন, “আপনাদের পছন্দ না হলে ম্যাচ দেখবেন না। কিন্তু একে নেওয়া উচিত ছিল, ওকে নেওয়া উচিত ছিল– এসব নেতিবাচক কথাবার্তা ছড়াবেন না।” চোট সারিয়ে শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল এশিয়া কাপে কামব্যাক করছেন। যদিও রাহুলের ফিটনেস নিয়ে এখনও চিন্তা রয়ে গিয়েছে।

এশিয়া কাপের ১৭ সদস্যের এই দলকে ওডিআই বিশ্বকাপের প্রাথমিক দল হিসেবে ধরে নেওয়াই যায়। এই দল নিয়ে সন্তুষ্ট গাভাসকর। তিনি বলেছেন, “এই দল অবশ্যই বিশ্বকাপ জেতার মতো। আমার মনে হয় না কোনও ক্রিকেটার এসে বলবেন যে তাঁর উপর অবিচার করা হয়েছে। অভিজ্ঞ এবং ফর্মে থাকা ক্রিকেটারদেরই ১৭ সদস্যের এশিয়া কাপ স্কোয়াডে রাখা হয়েছে।”