Sunil Gavaskar: এ বার কি ফ্যাশান শো-র মডেল লাগবে! কেন তোপ দাগলেন সানি?
Sarfaraz Khan: সরফরাজ খান বর্তমানে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ব্যস্ত। তাঁর শেষ ৫টি ইনিংসের মধ্যে রয়েছে তিনটি শতরান।

নয়াদিল্লি: জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য সরফরাজ খানের (Sarfaraz Khan) অপেক্ষার অন্ত নেই। দিনের পর দিন আশা করেও ভারতীয় দলে ডাক পাচ্ছেন না মুম্বইয়ের তারকা ক্রিকেটার সরফরাজ। একের পর এক ম্যাচে দারুণ পারফর্ম করে চলেছেন তিনি, তার পরও শিকে ছিড়ছে না। আর এই উপেক্ষার জবাব দেওয়ার জন্য তিনি ব্যাটকেই বেছে নিচ্ছেন বার বার। বছর ২৫-এর সরফরাজের ব্যাটই বঞ্চনার জবাব দিচ্ছে। চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচন কমিটির দিকে এ বার দোপ দাগলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। এর আগে ভারতের প্রাক্তন বোলার ভেঙ্কটেশ প্রসাদও সরফরাজের পাশে দাঁড়িয়েছিলেন। সরফরাজের চেহারা নিয়ে এ বার নির্বাচকদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন সানি। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল গাভাসকর বলেন, “আপনি যদি রোগা-পাতলা ব্যক্তি চান তা হলে কোনও ফ্যাশন শো-তে গিয়ে মডেল খুঁজে নিয়ে আসুন। তারপর মডেলদের হাতে ব্যাট-বল ধরিয়ে দিয়ে খেলা শিখিয়ে নিন। এ ভাবে তো আর ক্রিকেট খেলা হতে পারে না। আমাদের বিভিন্ন ধরণের, বিভিন্ন আকারের ক্রিকেটার রয়েছে। যার ফলে, শরীরের আকার-আকৃতি-উচ্চতার দিকে যাওয়া উচিত নয়। বরং কোনও ক্রিকেটারের রান বা উইকেটের দিকে নজর দেওয়া উচিত। সেঞ্চুরি করার পর কাউকে মাঠের বাইরে থাকতে হবে না। এটা নিশ্চিত করতে হবে, সে যেন মাঠে ফেরার সুযোগ পায়। তবে শুধু একটা জিনিস নিশ্চিত করতে হবে প্লেয়ার যেন ফিট থাকে।”
তিনি আরও বলেন, “কেউ যদি আনফিট হয়, তা হলে সে কী করে রান করবে? আনফিট হলে কেউ সেঞ্চুরি কীভাবে করছে? ক্রিকেটে ফিটনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ঠিক। তার মানে এই নয় ইয়ো ইয়ো টেস্টই শুধু মাপকাঠি। দেখতে হবে ওই ব্যক্তি যেন ক্রিকেটের দিক থেকে ফিট থাকে। আমার মনে হয়, ক্রিকেটের দিক থেকে যে ফিট থাকবে তাঁকে সুযোগ দেওয়া উচিত।”
ভারতীয় দলের ক্রিকেটার ফিট এটা মানতেই হবে। নেটিজ়েনদের দাবি, কিন্তু তাঁর মানে তো এই নয় যে সকলেই বিরাট কোহলির মতো চূড়ান্ত ফিট হবেন। বাইরে থেকে যদি কোনও ক্রিকেটারকে স্থূলকায় লাগে, কিন্তু তিনি ম্যাচ চলাকালীন ভালো ফিল্ডিং করছেন, সেঞ্চুরি করছেন, তা হলে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠাটা মোটেও ঠিক নয়।





