MS Dhoni : পরিবর্ত কাকে নেবেন? রায়নার অনুমতি নিয়েছিলেন ধোনি

Suresh Raina: মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নার বন্ধুত্বের কথা সকলেরই জানা। তাই তো মাহি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর দিনই অবসর নিয়েছিলেন রায়নাও। জাতীয় দলে সতীর্থ ছিলেন। এরপর আইপিএলেও কাঁধে কাঁধ মিলিয়ে সিএসকের হয়ে খেলতেন ধোনি ও রায়না।

MS Dhoni : পরিবর্ত কাকে নেবেন? রায়নার অনুমতি নিয়েছিলেন ধোনি
পরিবর্ত কাকে নেবেন? রায়নার অনুমতি নিয়েছিলেন ধোনিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 4:40 PM

নয়াদিল্লি : মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মগজাস্ত্রর সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। সেই মাহিরও তো কখনও কখনও টিপসের প্রয়োজন হয়। আর সেই সময় ধোনি কার কাছে যান? যে মানুষটার কাছে ধোনি প্রয়োজনে পরামর্শ নিতে পিছপা হন না তিনি আর কেউ নন, তাঁর খুব কাছের বন্ধু সুরেশ রায়না (Suresh Raina)। বিষয়টা ঠিক কী? জানতে হলে ২ বছর পিছনে যেতে হবে। ২০২১ সালের আইপিএল (IPL) চলাকালীন এক সময় দোলাচলে পড়েছিলেন মাহি। সেই সময় তিনি রায়নার পরামর্শ নিয়েছিলেন। এমনই এক গল্পের কথা শুনিয়েছেন সুরেশ রায়না। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নার বন্ধুত্বের কথা সকলেরই জানা। তাই তো মাহি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর দিনই অবসর নিয়েছিলেন রায়নাও। জাতীয় দলে সতীর্থ ছিলেন। এরপর আইপিএলেও কাঁধে কাঁধ মিলিয়ে সিএসকের হয়ে খেলতেন ধোনি ও রায়না। মহেন্দ্র সিং ধোনি সকলের খুব প্রিয় মানুষ। সতীর্থ থেকে জুনিয়র সকল ক্রিকেটারদের সঙ্গে সমানভাবে মেশেন মাহি। আইপিএল চলাকালীন প্রত্যেক ক্রিকেটারের মুখে থাকে ধোনির নাম। ২০২১ সালের আইপিএলে হঠাৎ করেই একাদশে জায়গা হারান রায়না। তাঁর বদলে সিএসকের একাদশে সুযোগ পান রবীন উথাপ্পা। সে বছর রাজস্থান রয়্যালস থেকে সিএসকেতে যোগ দেন রবীন উথাপ্পা। ৪ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সিএসকের হয়ে ডেবিউ হয়েছিল উথাপ্পার। মরুশহরে সেই ম্যাচে টস করতে নেমে ধোনি জানান, সুরেশ রায়না চোটের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন। তাঁর বদলে একাদশে সুযোগ পেয়েছেন রবীন উথাপ্পা। তারপর থেকে আর ওই মরসুমে বাকি থাকা ম্যাচগুলিতে একাদশে ফেরেননি রায়না। ২০২১ সালে ৪টি ম্যাচে খেলে ১১৫ রান করেছিলেন উথাপ্পা। কিন্তু কার জন্য উথাপ্পা একাদশে সুযোগ পেয়েছিলেন?

আসলে ২০২১ সালের আইপিএলের মাঝে চোট পান রায়না। তিনি খেলতে পারছিলেন না। সেই সময় ধোনি তাঁকে জিজ্ঞাসা করেন, কী করা উচিত। তখন রায়না তাঁকে উথাপ্পাকে খেলানোর পরামর্শ দেন। এই প্রসঙ্গে জিওসিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার আইপিএল সুরেশ রায়না বলেন, ‘আমি আর ধোনি যখন কথা বলছিলাম তখন ধোনিকে আমিই বলেছিলাম রবিন উথাপ্পাকে তুমি খেলাতে পারো। তখন ধোনি আমার কাছ থেকে অনুমতি চেয়েছিল। আমি ওকে বলেছিলাম, বিশ্বাস কর উথাপ্পা তোমাকে চ্যাম্পিয়ন বানাতে পারবে।’

এরপর রায়নার পরামর্শেই উথাপ্পাকে ২০২১ সালের আইপিএলে খেলার সুযোগ দেন ধোনি। এই নিয়ে রায়না বলেন, ‘ধোনি আমাকে বলেছিল ২০০৮ সাল থেকে আমরা একসঙ্গে খেলছি। এই মরসুটা আমি জিততে চাই। তুমি বলো এখন কী করা উচিত। আমি তখন বলেছিলাম রবিনকে তিন নম্বরে পাঠিয়ো। ফাইনাল পর্যন্ত উথাপ্পা যেন একাদশে থাকে সেটাও তোমাকে দেখতে হবে। তুমি জিতলে, সিএসকেও জিতবে। আমি খেলি কিংবা রবিন, দু’জনই এক।’ উল্লেখ্য, সে বার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থ আইপিএল ট্রফি এসেছিল সিএসকে শিবিরে।