Amazing Catch : বিশ্বের সেরা ক্যাচ? ‘সুপারম্যান’ ফিল্ডারকে দেখে স্তম্ভিত ক্রিকেট দুনিয়া
Vitality Blast 2023 : টি-২০ ব্লাস্টে সাসেক্সের হয়ে ব্র্যাডলি ক্যারি এক অবিশ্বাস্য ক্যাচ নিয়েছেন। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে।
লন্ডন: টি-২০ ক্রিকেটের যুগে যেন অসম্ভব কিছুই নেই। আইপিএল (IPL 2023) শেষ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভাব নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মেজর লিগ ক্রিকেট, ইংল্যান্ডে চলছে টি-২০ ব্লাস্ট টুর্নামেন্ট। তাই অ্যাসেজের মাঝেই তাই টি-২০-র বিনোদনের কমতি নেই। গোটা আইপিএল জুড়ে অনবদ্য কিছু ক্যাচ দেখা গিয়েছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছিলেন রশিদ খান। সেটিই ছিল ২০২৩ আইপিএলের ক্যাচ অব দ্য সিজন। এ বার ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট (T20 Blast 2023) এক অনবদ্য ক্যাচের দেখা মিলেছে। পর্দায় দেখা সুপারম্যানের মতো বাউন্ডারি লাইনে হাওয়ায় উড়ে গিয়ে ডাইভ দিয়ে যে ক্যাচ নিলেন তা দেখে হাঁ হয়ে গেল ক্রিকেট বিশ্ব। ব্যাটার বিশ্বাসই করতে পারলেন না। ফিল্ডিং টিমও হতবাক। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সেই অবিশ্বাস্য ক্যাচের ভিডিয়ো। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে ম্যাচটি ছিল সাসেক্স ও হ্যাম্পশায়ারের মধ্যে। ম্যাচে সাসেক্সের ব্র্যাড কারি হ্যাম্পশায়ারের ব্যাটার বেনি হোবেলের ক্যাচ নিয়ে হইচই ফেলে দেন। ঘটনাটি হ্যাম্পশায়ারের ১৯তম ওভারের। সাসেক্সের পেসার টাইমল মিলসের বলে ডিপ মিড উইকেটের দিকে বড় শট খেলতে চেয়েছিলেন হোবেল। তাঁর জোরালো শট সোজা বাউন্ডারি লাইনের দিকে ছুটে যাচ্ছিল। তখনই স্কয়্যার লেগ থেকে নিজের বাঁ দিকে কিছুটা দৌড়ে হাওয়ায় উড়ে গিয়ে এক হাতে ক্যাচ নেন ব্র্যাডলি কারি। ব্যাটার তো বিশ্বাসই করতে পারেননি তিনি আউট হয়েছেন। টিভি ও স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা হতবাক। এমনও ক্যাচ হয়! এই ক্যাচটিকে কীভাবে বর্ণনা করা উচিত তা খুঁজে পাচ্ছেন না ক্রিকেট অনুরাগীরা। কেউ বলেছেন, সেরা ক্যাচের পুরস্কার দেওয়া উচিত ব্র্যাডলি কারিকে।
STOP WHAT YOU ARE DOING
BRAD CURRIE HAS JUST TAKEN THE BEST CATCH OF ALL TIME ?#Blast23 pic.twitter.com/9tQTYmWxWI
— Vitality Blast (@VitalityBlast) June 16, 2023
ম্যাচের ফলাফল কী?
ম্যাচটি সাসেক্স ৬ রানে জিতে নিয়েছেন। বেনি হোবেল ১৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন। হোবেল ম্যাচ জিতিয়ে দেবেন বলে বিশ্বাস ছিল হ্যাম্পশায়ারের। কিন্তু ব্র্যাডলির ওই অবিশ্বাস্য ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।