Babar Azam: ‘ব্যর্থতা নয়, বাবরের ফর্ম ঝড়ের আগের নিস্তব্ধতা!’

সেমির লড়াইয়ের আগে বাবরের ঢাল হলেন দলের মেন্টর ম্যাথু হেডেন (Matthew Hayden)। পাক ক্যাপ্টেনের পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন প্রাক্তন অজি ক্রিকেটার?

Babar Azam: 'ব্যর্থতা নয়, বাবরের ফর্ম ঝড়ের আগের নিস্তব্ধতা!'
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2022 | 1:17 PM

সিডনি: চলতি টি-২০ বিশ্বকাপে ব্যর্থ ক্রিকেটারদের তালিকায় বহু আগেই নাম উঠে গিয়েছে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমের (Babar Azam)। অলৌকিকভাবে পাকিস্তান সেমিফাইনালে উঠে গিয়েছে ঠিকই। কিন্তু এরপর…। ফর্ম নিয়ে যুঝতে থাকা পাক ক্যাপ্টেন কী ট্রফি জেতাতে পারবেন? শক্তিশালী নিউজিল্যান্ডের (Pak vs NZ) বিরুদ্ধে বুধবার ফাইনালে ওঠার ম্যাচ পাকিস্তানের। অথচ এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে বাবর আজমের ব্যাটে রানের দেখা নেই। জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পর ক্যাপ্টেন্সি নিয়ে নিজেরই দেশের প্রাক্তনীদের তোপের মুখে পড়েন পাক ক্যাপ্টেন। নেতৃত্ব কেড়ে নেওয়ার জোর দাবি উঠেছে। দল শেষ চারে উঠলেও সমালোচকদের মুখ বন্ধ হয়নি। এরই সঙ্গে ব্যাটে রানের খরা। ফলে প্রবল চাপের মুখে ক্যাপ্টেন বাবর। সেমির লড়াইয়ের আগে বাবরের ঢাল হলেন দলের মেন্টর ম্যাথু হেডেন (Matthew Hayden)। পাক ক্যাপ্টেনের পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন প্রাক্তন অজি ক্রিকেটার? পড়ে দেখুন TV9 Banglaর এই প্রতিবেদনে।

বাংলাদেশের বিরুদ্ধে রবিবার সুপার টুয়েলভ পর্বের শেষ ম্যাচ ছিল পাকিস্তানের। সেমিফাইনালে উঠতে হলে ম্যাচ জিততেই হত। গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনার বাবরের ব্যাটে আসে ২৫ রান। সুপার টুয়েলভের শেষ চারটি ম্যাচের পর এটাই তাঁর সর্বোচ্চ রান। দলের মেন্টর ম্যাথু হেডেনের দৃঢ় বিশ্বাস, এরপরের ম্যাচগুলিতে ক্যাপ্টেনের ব্যাটে আরও বড় রান আসবে। সেমির আগে সংবাদ মাধ্যমের সামনে হেডেন স্পষ্ট ভাষায় বললেন, “বাবর প্রতিকূলতার মধ্যে পড়েছেন ঠিকই তবে এটি তাঁকে আরও বড় খেলোয়াড় করে তুলবে। তাঁর ব্যাটে রানের ফুলঝুরি দেখলে অবাক হবেন না। কারণ স্পেশাল খেলোয়াড়রা বেশিদিন শান্ত থাকতে পারেন না। আবহাওয়ার কথাই ধরে নিন। ঝড়ের আগে সবসময় নিস্তব্ধতা বিরাজ করে। তাই আমি বলব, আপনারা বাবরের কাছ থেকে বিশেষ কিছু দেখতে পেতে পারেন।”

ব্যাটে রানের খরা চলছে বাবরের দীর্ঘদিনের ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ান। এই পরিস্থিতিতে দলের হাল সামলাচ্ছে মিডল অর্ডার। সম্প্রতি রিজওয়ানকে পিছনে ফেলে টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছেন সূর্যকুমার যাদব।