IND vs SA Final: খেলতে চেয়েছিলেন ‘বিশ্বকাপ’, কোচ হিসেবে জয়ের আক্ষেপ পূরণ হবে?
ICC MEN’S T20 WC 2024: ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ট্রফি জেতারও সুযোগ এসেছিল। ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জয়ের আক্ষেপ রয়েই গিয়েছে। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য রাহুল দ্রাবিড়। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ২০০৭ সালে তাঁর নেতৃত্বেই ওয়ান ডে বিশ্বকাপে নেমেছিল ভারত।
একটা সময় মনে হয়েছিল, রাহুল দ্রাবিড়কে রাজী করানো অসম্ভব। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ছিলেন। সুযোগ ছিল তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করানোর। ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম উঠে এসেছে তাঁর হাত ধরে। দীর্ঘদিনের সতীর্থ তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় অবশেষে রাজী হয়েছিলেন ভারতের সিনিয়র দলের কোচ হতে। টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে তাঁর চুক্তি প্রাথমিক ভাবে শেষ হয়েছিল গত ওয়ান ডে বিশ্বকাপেই। বোর্ড কর্তারা তাঁকে অনুরোধ করেন টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি দায়িত্বে থাকার। কাল টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। ভারতীয় দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের বিদায়ী ম্যাচ। আপাতত…।
ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ট্রফি জেতারও সুযোগ এসেছিল। ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জয়ের আক্ষেপ রয়েই গিয়েছে। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য় রাহুল দ্রাবিড়। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ২০০৭ সালে তাঁর নেতৃত্বেই ওয়ান ডে বিশ্বকাপে নেমেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজে সে বার প্রথম রাউন্ডেই বিদায় দ্রাবিড়ের ভারতের। কোচ হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন রাহুল দ্রাবিড়।
সিনিয়র দলের কোচ হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ান ডে বিশ্বকাপ জেতারও সুযোগ এসেছে। খুব অল্প সময়ের ব্যবধানেই। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। ধারাবাহিক ভালো খেলেও ফাইনালে হার। আরও একটা ফাইনালে নামছে ভারত। রাহুল দ্রাবিড়ের শেষ অ্যাসাইনমেন্ট। দল অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে। কাল যেন রাহুল দ্রাবিড়িও মাঠে নামবেন। কাল্পনিক নয়, মানিসক ভাবে তাই।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত একবারই বিশ্বকাপ জিতেছে। ২০০৭ সালে উদ্বোধনী সংস্করণে। তার আগে ওয়ান ডে বিশ্বকাপে ভরাডুবি হয়। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির নেতৃত্বে তরুণ দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছে ছিল রাহুল দ্রাবিড়ের। যদিও সচিন, সৌরভের মতো সিনিয়রদেরও সুযোগ দেওয়া হয়নি। দ্রাবিড় চাইলেও তাঁকে আটকেছিলেন সচিন। পরবর্তীতে সচিন তেন্ডুলকরও এই কথা প্রকাশ্যে এনেছিলেন। ক্রিকেটার দ্রাবিড় নয়তো এতদিনে একটা বিশ্বকাপ জিততে পারতেন। কোচ দ্রাবিড়ের কাছে কালকের ফাইনাল যেন জোড়া আক্ষেপ মেটানোর সুযোগ। প্লেয়ার এবং কোচ হিসেবে বিশ্বকাপ ট্রফির।