IND vs SA Final: বিশ্বকাপ ফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি, রিজার্ভ ডে-তেও খেলা না হলে? নিয়ম কী বলছে…

ICC MEN’S T20 WC 2024: বিশ্বকাপ ও বৃষ্টি। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন বন্ধুত্ব হয়ে গিয়েছে। গায়ানায় ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টির কারণে এক ঘণ্টারও বেশি দেরিতে শুরু হয়। ভারতীয় ইনিংস শুরুর পর ফের বৃষ্টিতে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ম্যাচ। বার্বাডোজে কাল ভারত-দক্ষিণ আফ্রিকা মেগা ফাইনাল। এই ম্যাচেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আর এর জন্যই রয়েছে নানা অঙ্ক।

IND vs SA Final: বিশ্বকাপ ফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি, রিজার্ভ ডে-তেও খেলা না হলে? নিয়ম কী বলছে...
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 29, 2024 | 11:21 AM

বৃষ্টি যদি থাবা বসায়, কী হতে পারে বিশ্বকাপের ভবিষ্যৎ? এই প্রশ্ন নিয়ে তোলপাড় ক্রিকেট মহল। একটা বিষয় খুব পরিষ্কার, ফাইনালে রিজার্ভ ডে আছে। একই সঙ্গে একটা ব্যাপার খুবই জটিল, এই রিজার্ভ ডে কীভাবে কার্যকর হবে? এ বারের বিশ্বকাপকে শুরু থেকে পিছু ধাওয়া করছে বৃষ্টি। উল্টো গোলার্ধে এখন মনসুন সিজন। এই ভরা বর্ষায় আমেরিকায় বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে বিপাকে পড়েছে আইসিসি। খেলা যত গড়িয়েছে, দেখা গিয়েছে বৃষ্টি ভারতের সহায় হয়ে দাঁড়িয়েছে। খেলা হলেও ভারতের সুবিধে, না হলেও ভারতের সুবিধে। যে কারণে অনেকেই জানতে চাইছেন বিশ্বকাপ ফাইনাল যদি বৃষ্টিতে ধুয়ে যায়, অ্যাডভান্টেজে থাকা ভারত কি না খেলেই ড্যাংড্যাং করে কাপ নিয়ে দেশে ফিরবে? নিয়ম কী বলছে? বিশ্বকাপে ফাইনালে ডোবার আগে এটুকু জেনে নিন।

বিশ্বকাপ ও বৃষ্টি। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন বন্ধুত্ব হয়ে গিয়েছে। আমেরিকা পর্বেও বেশ কিছু ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ক্যারিবিয়ানেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে বেশ কিছু ম্যাচে। দুটি সেমিফাইনালেই ছিল বৃষ্টির ছাপ। গায়ানায় ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টির কারণে এক ঘণ্টারও বেশি দেরিতে শুরু হয়। ভারতীয় ইনিংস শুরুর পর ফের বৃষ্টিতে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ম্যাচ। বার্বাডোজে কাল ভারত-দক্ষিণ আফ্রিকা মেগা ফাইনাল। এই ম্যাচেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আর এর জন্যই রয়েছে নানা অঙ্ক।

লিগ পর্ব বা সুপার এইটের মতো নিয়ম ফাইনালের ক্ষেত্রে কার্যকর নয়। প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। তবে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে ছিল না। রাখা হয়েছিল অতিরিক্ত সময়। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরুর জন্য (২০ ওভার) রাত ১২.১০ অবধি অপেক্ষা করা যেত। তেমনই অন্তত পাঁচ ওভারের ম্যাচের জন্য অপেক্ষা করা যেত রাত ১.১০ অবধি। ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে। তবে সেটা কার্যকর করার প্রয়োজন হবে কিনা, প্রশ্ন রয়েছে।

কাল ফাইনালের জন্য অতিরিক্ত দেড় ঘণ্টা সময় রাখা হচ্ছে। স্থানীয় সময় সকাল ১০.৩০ এ শুরু ম্যাচ। টাইম রাখা হয়েছে স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২.৩০ অবধি। বৃষ্টিতে ম্যাচ শুরু করা না গেলে বা ম্যাচ শুরু পর বৃষ্টি হলে এরপর আরও ৯০ মিনিট সময় থাকছে। অন্যান্য ম্যাচে ফলের ক্ষেত্রে অন্তত ৫ ওভারের ম্যাচ করতে হয়। বিশ্বকাপ ফাইনালে অন্তত ১০ ওভারের ম্যাচ করতে হবে। এরপরও যদি কাল ম্যাচ না করা যায়, সেক্ষেত্রে রিজার্ভ ডে-তে গড়াবে খেলা। আর যদি ম্যাচ মাঝপথে থামে, রিজার্ভ ডে-তে সেখান থেকেই খেলা কন্টিনিউ হবে।

রিজার্ভ ডে-তেও যদি কোনও ভাবেই ম্যাচের ফল না হয়? এক্ষেত্রে অবশ্য অন্য কোনও বিকল্প নেই। ভারত ও দক্ষিণ আফ্রিকা দু-দলই অপরাজিত। ফলে ম্যাচ না খেলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কারও কাছে নেই। সেক্ষেত্রে যুগ্মবিজয়ী ঘোষণা হবে। যদিও এতদিনের যা ট্রেন্ড তাতে ফাইনালে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭১ শতাংশ থাকলেও ম্যাচ সম্পূর্ণ করা যাবে, এই প্রত্যাশা করাই যায়।