T20 World Cup 2024: বিশ্বকাপে তেরোর গেরো কাটাবে ভারত? এমন কীর্তি এর কখনও আগে হয়নি
IND vs SA: ভারত হোক বা দক্ষিণ আফ্রিকা এ বারের টি-২০ বিশ্বকাপে যে টিম জিতবে, গড়বে এক কীর্তি। দক্ষিণ আফ্রিকা প্রথম বার টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলতে চলেছে। ভারতের থেকে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফাইনাল খেলার কম অভিজ্ঞতা থাকলেও মার্কব়্যামদের পিছিয়ে রাখা যায় না।
কলকাতা: আনলাকি থার্টিন… প্রায় এ কথা বলা হয়। বিশ্বকাপে ভারতীয় টিম সেই তেরোর গেরোতেই পড়েছে। বিষয়টা একটু পরিস্কার করা যাক। ওডিআই এবং টি-২০ বিশ্বকাপ ধরলে ঠিক ১৩ বছর আগে ভারতে এসেছিল সেই ট্রফি। এ বার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনাল খেলবে রোহিতের ভারত। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত ২০১৪ সালে শেষ বার ফাইনালে উঠেছিল। টিম ইন্ডিয়াকে সে বার রানার্স হয়েই থামতে হয়েছিল। তারপর ২০১৬ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল অবধি উঠেছিল মেন ইন ব্লু। কিন্তু ট্রফির পাহাড়ে ওঠার জন্য ফাইনালে উঠতে পারেনি ভারত। এ বার কি বিশ্বকাপে কাটবে ভারতের তেরোর গেরো?
ভারত হোক বা দক্ষিণ আফ্রিকা এ বারের টি-২০ বিশ্বকাপে যে টিম জিতবে, গড়বে এক কীর্তি। আসলে এ বারের বিশ্বকাপে রোহিত ও মার্কব়্যামের টিম অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। কুড়ি-বিশের বিশ্বকাপের নবম সংস্করণ শেষের পথে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে কোনও টিম অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়নি। ফলে এ বারের বিশ্বকাপে মেন ইন ব্লু বা প্রোটিয়া— যারাই ফাইনালে জিতবে এক বিরল কীর্তি গড়বে।
দক্ষিণ আফ্রিকা প্রথম বার টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলতে চলেছে। ভারতের থেকে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফাইনাল খেলার কম অভিজ্ঞতা থাকলেও মার্কব়্যামদের পিছিয়ে রাখা যায় না। চোকার্স তমকা ঘুচিয়ে অপ্রতিরোধ্য থেকে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে আফগানিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে পা রেখেছে। এ বার সামনে শুধু রোহিতরা। টিম ইন্ডিয়াকে হারালেই প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে দক্ষিণ আফ্রিকা।
Manifesting a repeat of 2007 in the hope of turning dreams into reality. 🏆🤞
We’re just ☝ sleep away now! 🙌🇮🇳#PlayBold #TeamIndia #T20WorldCup #SAvIND pic.twitter.com/yTysdLLroq
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 28, 2024