RCB vs KKR, IPL 2024: ওদের অস্কার দেওয়া উচিত… কোহলি-গম্ভীরের ব্রোম্যান্স দেখে খোঁচা কিংবদন্তির
Watch Video: গত বারের আইপিএলেও লখনউয়ের মেন্টর ও আরসিবির তারকা বিরাট কোহলির মধ্যে ঝামেলা বেঁধেছিল। যে কারণে এ বারের আইপিএলে (IPL) দুই তারকার সাক্ষাৎ হওয়ার আগে চারিদিকে উত্তাপ ছড়িয়েছিল। কিন্তু আরসিবি বনাম কেকেআর ম্যাচে দুই তারকার ব্রোম্যান্স দেখা গিয়েছে।
কলকাতা: আইপিএলের মঞ্চে গত কয়েক বছরে বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ঝামেলা হট কেকে পরিণত হয়েছিল। ২০১৩ সালের আইপিএলে এবং ২০১৬ সালের আইপিএলে আরসিবির অধিনায়ক বিরাট কোহলি ও কেকেআরের ক্যাপ্টেন গৌতম গম্ভীরের উত্তপ্ত বাক্য বিনিময়ের কথা ভোলেননি ক্রিকেট প্রেমীরা। গত বারের আইপিএলেও লখনউয়ের মেন্টর ও আরসিবির তারকা বিরাট কোহলির মধ্যে ঝামেলা বেঁধেছিল। যে কারণে এ বারের আইপিএলে (IPL) দুই তারকার সাক্ষাৎ হওয়ার আগে চারিদিকে উত্তাপ ছড়িয়েছিল। কিন্তু আরসিবি বনাম কেকেআর ম্যাচে দুই তারকার ব্রোম্যান্স দেখা গিয়েছে। যে দৃশ্য দেখে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী ও কিংবদন্তি সুনীল গাভাসকর চুপ থাকতে পারেননি।
VIRAT KOHLI HUGGING GAUTAM GAMBHIR. 💥 pic.twitter.com/jOj5vNO6n9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 29, 2024
শুক্র-রাতে আরসিবি-কেকেআর ম্যাচে অনেকেই চেয়েছিলেন বিরাট ও গৌতমের লড়াই দেখতে। তাঁদের সেই ইচ্ছে পূরণ হয়নি। দুই তারকা একে অপরকে জড়িয় ধরেন, হেসে কথা বলেন এবং হ্যান্ডশেকও করেন। অনেকেই তা দেখে বলেছেন, তা হলে এ বার বিরাট-গৌতম বিতর্কের আগুনে ঘি এর জায়গায় জল পড়েছে।
Our favourite strategic timeout ever 🫂#IPLonJioCinema #RCBvKKR #TATAIPL #JioCinemaSports pic.twitter.com/A50VPhD6RI
— JioCinema (@JioCinema) March 29, 2024
চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীন স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। কোহলির দিকে এগিয়ে গিয়ে পিঠ চাপড়ে দিয়ে কথা বলেন গৌতম। তাঁদের আলিঙ্গন করতে দেখে কমেন্ট্রি বক্সে চুপ থাকতে পারেননি দেশের দুই কিংবদন্তি সুনীল গাভাসকর ও রবি শাস্ত্রী। তাঁরা মজার প্রতিক্রিয়া দিয়েছেন। রবি শাস্ত্রী জানান, এই মুহূর্তটার জন্য ফেয়ারপ্লে পুরস্কার দেওয়া উচিত। শাস্ত্রীজির সঙ্গে থাকা সুনীল গাভাস্কার জানান, তাঁর মনে হয় শুধু ফেয়ারপ্লে পুরস্কার নয়, অস্কার দেওয়া উচিত। গাভাসকর বলেন, ‘শুধু ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড নয়স ওদের একটা অস্কার দেওয়া উচিত।’ সানি যে এ কথা মজার ছলে বলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।