Ranji Trophy: ‘বালুরঘাটে হবে রঞ্জি ম্যাচ’, বললেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া
কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি আছে। নর্থ বেঙ্গলেও সেটা হবে। এমনটাও জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট।
বালুরঘাট: এ বার দক্ষিণ দিনাজপুর জেলাতেও হবে ভারতের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা, রঞ্জি ট্রফি (Ranji Trophy)। উত্তরবঙ্গের একাধিক জেলার মাঠের থেকে অনেক ভালো পরিকাঠামো রয়েছে বালুরঘাট স্টেডিয়ামের। যার ফলে চলতি মরসুম থেকেই বালুরঘাট স্টেডিয়ামের বিকাশ ময়দানে হতে চলেছে রঞ্জি ম্যাচ। বালুরঘাটে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সিএবি (CAB) সভাপতি অভিষেক ডালমিয়া (Abhishek Dalmia)। শুধুমাত্র রঞ্জি ম্যাচ নয়, বিসিসিআইয়ের (BCCI) অন্যান্য বেশ কিছু খেলাও বালুরঘাট স্টেডিয়ামের বিকাশ ময়দানে হবে। এমনটাও জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট।
এ ছাড়াও আগামীতে বালুরঘাটে ‘এ’ গ্রেড খেলা যাতে অনুষ্ঠিত হয়, তা নিয়ে স্থানীয় ক্রিকেট কর্তাদের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন ও নানা পরামর্শ দিয়েছেন সিএবি সভাপতি। সূত্রের খবর, বালুরঘাট স্টেডিয়ামে খুব শীঘ্রই ডিজিটাল স্কোর বোর্ড বসতে চলেছে। যা নিয়ে ইতিমধ্যেই বালুরঘাটের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। রঞ্জি ট্রফির মত এত বড় খেলার আয়োজনে জেলার ক্রিকেটের মান আরও বাড়বে বলে আশাবাদী ক্রীড়াপ্রেমীরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাট স্টেডিয়ামের ইন্ডোরে অ্যাস্ট্রো টার্ফ প্র্যাক্টিস উইকেটের শুভ উদ্বোধন করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। সিএবি সভাপতির সঙ্গে বালুরঘাটে এসেছিলেন সিএবি সচিব স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। স্টেডিয়াম চত্বরে থাকা জগমোহন ডালমিয়া ইন্ডোর ক্রিকেট কোচিং সেন্টারে ‘অ্যাস্ট্রো টার্ফ’ প্র্যাক্টিস উইকেটের উদ্বোধনের পাশাপাশি সারা বছর জেলা ক্রীড়া সংস্থার দ্বারা আয়োজিত বিভিন্ন খেলার পুরষ্কার বিতরণও করা হয়। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে সিএবি কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার তরফে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ ঘোষ সহ অন্যান্য পদাধিকারীরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য বিশিষ্টজনরা।
চলতি মরসুমে বালুরঘাটে রঞ্জির ম্যাচ হওয়ার ব্যপারে সিএসবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, “নর্থ ইস্টে মাঠের অভাব আছে বলে সিএবি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বালুরঘাটে এসে এখানকার ক্রীড়াপ্রেমী মানুষদের দেখে আমি মুগ্ধ। বালুরঘাট স্টেডিয়ামের খেলাধুলার পরিকাঠামো খুব ভালো। এ বছর ক্রীড়া মরসুমে অবশ্যই বালুরঘাটে রঞ্জি ট্রফির খেলা হবে। পাশাপাশি বিসিসিআই মনোনীত যে সমস্ত খেলা রয়েছে, সেগুলিও দেওয়া হবে। ধাপে ধাপে এখানকার উন্নয়ন করা হবে। যাতে দর্শকদের মধ্যে আগ্রহ জন্মায় এখানে এসে খেলা দেখার জন্য়, সেই ব্যবস্থাও করা হবে।”
নর্থ বেঙ্গলে যে প্রতিভাবান প্লেয়াররা আছে, তারাও যেন উঠে আসে, এই ব্যাপারেও বলেন সিএবি সভাপতি। তাঁর কথায়, “নর্থ বেঙ্গল আমাদের ফোকাসে রয়েছে। আমরা জানি এখানে অনেক ভালো প্লেয়ার আছে যারা উঠে আসতে পারে। কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি আছে। নর্থ বেঙ্গলেও সেটা হবে। জেলার ক্রিকেটের আরও পরিকাঠামো উন্নয়নের জন্য কাজও করা হবে। আমরা চাই, প্রতিটি জেলা থেকেই প্রতিভা উঠে আসুক।”