IND vs NZ: ল্যাথাম-উইলিয়ামসনের সুপারহিট ইনিংস, সিরিজে ১-০ এগিয়ে গেল কিউয়িরা

১-০ ব্যবধানে ওয়ান ডে সিরিজে এগিয়ে গেল কেন বাহিনী। হ্যামিল্টনে রবিবার হবে এই সিরিজের দ্বিতীয় ম্যাচ।

IND vs NZ: ল্যাথাম-উইলিয়ামসনের সুপারহিট ইনিংস, সিরিজে ১-০ এগিয়ে গেল কিউয়িরা
কেন উইলিয়ামসন ও টম ল্যাথামImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2022 | 6:13 PM

অকল্যান্ড: আগামী বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কিউয়িদের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজ দিয়ে ২০২৩ বিশ্বকাপের মহড়া শুরু করেছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত (India)। ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ এখন অতীত। কিউয়িদের পুরো ফোকাস ওয়ান ডে সিরিজে। অকল্যান্ডে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের (New Zealand) অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে মেন ইন ব্লু। রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নেন উইলিয়ামসনরা। ক্যাপ্টেন কেনের সঙ্গে জুটিতে টম ল্যাথামের ওয়ান ডে কেরিয়ারের সেরা রানই নিউজিল্যান্ডকে জেতাল। কোন পথে সিরিজে ১-০ এগিয়ে গেল কিউয়িরা, তুলে ধরল TV9Bangla

শিখর ধাওয়ান এখনও অবধি ভারতের হয়ে ৯টি ওয়ান ডে ম্যাচে ক্যাপ্টেন্সি সামলেছেন। যার মধ্যে এখনও অবধি ৭টি ওয়ান ডে ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম বার ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন গব্বর। তার পর চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মেন ইন ব্লু-র নেতৃত্ব দিয়েছেন তিনি। ক্যাপ্টেন হিসেবে শিখর সফল। সেদিক থেকে দেখতে হলে, কিউয়িদের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হল না ধাওয়ানের।

শুরু থেকেই ছন্দে ছিল ভারতের ওপেনাররা। শিখর ধাওয়ান ও শুভমন গিলের ওপেনিং জুটিতে আজ ওঠে ১২৪ রান। ২৩.১ ওভারে গিলের উইকেট তুলে নেন লকি ফার্গুসন। ৫০ রান করে মাঠ ছাড়েন পঞ্জান তনয়। ২৫তম ওভারে টিম সাউদি ফেরান ধাওয়ানকে। ৭৭ বলে ৭২ রান করেন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়ার দুই ওপেনার পর পর আউট হয়ে ফেরার পর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব গিয়ে পড়ে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের কাঁধে। আজও ব্যাট হাতে ব্যর্থ পন্থ। ১৫ রানের মাথায় বোল্ড হন তিনি। লকি ফার্গুসনের শর্ট বলে পুল মারতে গিয়ে উইকেট দিয়ে বসেন পন্থ। একই ওভারে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদবও (৪)।

পর পর উইকেট হারাতে থাকা ভারতকে এর পর ট্র্যাকে ফেরান ছয় নম্বরে নামা সঞ্জু স্যামসন ও শ্রেয়স। ৯৪ রানের জুটি গড়েন শ্রেয়স-সঞ্জু। ৩৬ রান করে অ্যাডাম মিলনের শিকার হয়ে মাঠ ছাড়েন। শেষের দিকে ১৬ বলে ৩৭ রান করেন ওয়াশিংটন সুন্দর। শেষ ওভার অবধি ক্রিজে ছিলেন শ্রেয়স। সাউদি ৫০তম ওভারে তুলে নেন শ্রেয়সের উইকেট। ৮০ রান করে যান তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট খুইয়ে ৩০৬ রান তোলে ভারত।

ভারতের আজ প্রাপ্তি চার নম্বরে নামা শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স। ২০১৯ সালের বিশ্বকাপে ৪ নম্বর জায়গা নিয়ে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল। কারণ, যুবরাজ সিংয়ের পর ভারতকে সেই অর্থে ম্যাচ জেতানো ইনিংস আর কেউ উপহার দিতে পারেননি। শ্রেয়স আইয়ার ওয়ান ডে ফর্ম্যাটে ধারাবাহিকভালে ভালো খেলছেন চার নম্বরে। ফলে ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে চার নম্বরে নামার দাবিদার হিসেবে ছাপ রাখলেন শ্রেয়স।

অকল্যান্ডের স্পঞ্জি উইকেটে প্রথমে বল করার সুবিধে রয়েছে। পরের দিকে উইকেট থেকে সাহায্য পান না বোলাররা। যার ছাপ দেখা গেল নিউজিল্যান্ডের ইনিংসে। প্রথম উইকেট জমাট হতে দেননি ভারতের বোলাররা। অষ্টম ওভারে ওপেনার ফিনকে (২২) ফেরান শার্দূল। ১৬তম ওভারের মাথায় ডেভন কনওয়েকে (২৪) ফিরিয়ে আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের প্রথম উইকেট পান উমরান। আজ ভারতের জার্সিতে ওয়ান ডে ফর্ম্যাটে অভিষেক হয়েছে অর্শদীপ সিং ও উমরান মালিকের। ডেবিউ ওয়ান ডে ম্যাচে উমরান ২টি উইকেট পেলেও কোনও উইকেট পাননি অর্শদীপ। নিউজিল্যান্ডকে প্রথম ওয়ান ডে ম্যাচে জিতিয়েছে কেন উইলিয়ামসন-টম ল্যাথাম জুটি। ভারতের বিরুদ্ধে ল্যাথাম তাঁর ওয়ান ডে কেরিয়ারের সর্বসেরা ইনিংস উপহার দিলেন। কিউয়িদের হয়ে চতুর্থ উইকেটে ২২১ রানের জুটি বাধেন কেন-টম। ১০৪ বলে ১৪৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন টম। উইলিয়ামসন অপরাজিত ছিলেন ৯৪ রানে। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ল্যাথাম। এই সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ রয়েছে রবিবার (২৭ নভেম্বর, ভারতীয় সময় অনুসারে সকাল ৭)।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩০৬-৭ (৫০ ওভার) – (শ্রেয়স আইয়ার ৮০, শিখর ধাওয়ান ৭২, শুভমন গিল ৫০; টিম সাউদি ৩-৭৩, ৩-৪৮)

নিউজিল্যান্ড ৩০৯-৩ (৪৭.১ ওভার) (টম ল্যাথাম ১৪৫*, কেন উইলিয়ামসন ৯৪*; উমরান মালিন ২-৬৬, শার্দূল ঠাকুর ১-৬৩)