ICC Champions Trophy 2025: ‘বড় ছাপ ফেলবে বরুণ’, বুমরার বদলি কাকে দেখতে চান অজি কিংবদন্তি?
যশস্বী জয়সওয়ালের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছেন তামিলনাড়ুর স্পিনার। সদ্য ভারতের জার্সিতে ইংল্যান্ড সিরিজে ছাপ রেখেছেন তিনি। এ বার মিনি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তি জানিয়েছেন, তাঁর মনে হয় এই টুর্নামেন্টে ভারতের জার্সিতে বড় ছাপ রাখবেন বরুণ।

কলকাতা: শেষ মুহূর্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) জন্য ভারতীয় টিমে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। যশস্বী জয়সওয়ালের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছেন তামিলনাড়ুর স্পিনার। সদ্য ভারতের জার্সিতে ইংল্যান্ড সিরিজে ছাপ রেখেছেন তিনি। এ বার মিনি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting) জানিয়েছেন, তাঁর মনে হয় এই টুর্নামেন্টে ভারতের জার্সিতে বড় ছাপ রাখবেন বরুণ। পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরার শূন্যস্থান কোন ক্রিকেটারকে দিয়ে পূরণ হতে পারে।
অজি কিংবদন্তি রিকি পন্টিং আইসিসি রিভিউতে বলেন, “আমার মনে হয় ভারতের হয়ে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছাপ রাখতে পারে বরুণ চক্রবর্তী। ও সম্ভবত কেরিয়ারে কেবলমাত্র টি-টোয়েন্টি বোলার হিসেবেই এগিয়ে চলেছিল। কিন্তু ওর মধ্যে বোলিংয়ে বৈচিত্র্য রয়েছে। দক্ষতা রয়েছে। তাই আমি মনে করি ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশাল প্রভাব ফেলতে পারে।” বরুণ টিমে যোগ দেওয়ার ফলে ভারতের স্পিন বিভাগ (রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর – তাঁদের সঙ্গে শেষ বেলায় যোগ দিয়েছেন বরুণ) শক্তিশালী হল। এমনটাই বলছে ক্রিকেট মহল।
মিনি বিশ্বকাপে জসপ্রীত বুমরার না থাকাটা যে ভারতকে চাপে ফেলবে, সে কথা প্রায় সকলেই বলছেন। রিকি পন্টিং এ বার বেছে দিলেন বুমরার বদলি কে হতে পারেন। তাঁর পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় টিমে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। অবশ্য পন্টিং তাঁকে বুমরার পরিবর্তে একাদশে দেখছেন না। আইসিসি রিভিউতে তিনি বলেন, “আমি জসপ্রীত বুমরার পরিবর্ত হিসেবে বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংকে নেওয়ার কথা বলব। আমরা সকলে জানি ও টি-২০ ক্রিকেটে কতটা ভালো পারফর্ম করেছে। যদি স্কিল সেটের কথা বলা হয়, ডেথ ওভারে বোলিংয়ের কথায় হয়, তা হলে ওর স্কিল সেট সম্ভবত বুমরার মতোই। এটাই মিস করতে চলেছে ভারত।”
বুমরার জায়গায় হর্ষিত নয়, অর্শদীপকে খেলানো উচিত ভারতের। এ কথা বলার পাশাপাশি নাইট তারকা হর্ষিতের প্রশংসাও করেছেন রিকি পন্টিং। তিনি বলেন, “এর ফলে হর্ষিত রানার থেকে কিছু কেড়ে নেওয়া হচ্ছে না। ও প্রতিভাবান। নতুন বলে ও কী করতে পারে, নজরে পড়ছে। তবে আমার মনে হয় না ডেথ ওভারে ও অর্শদীপের থেকে বোলিংয়ে বেশি দক্ষ বলে।”





