Virat Kohli-Anushka Sharma: অনুষ্কার জন্য ৩ মাস ধরে এনগেজমেন্ট রিং খুঁজেছিলেন বিরাট
Virat Kohli-Anushka Sharma's 6th wedding anniversary: শহরজুড়ে চলছে বিয়ের মরসুম। এমনই এক ডিসেম্বরের মিঠেকড়া শীতে সুদূর ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। আজ, ১১ ডিসেম্বর। ২০১৭ সালে আজকের দিনে ইতালির তাসকানিতে জমকালো ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল বিরুষ্কার।

কলকাতা: শহরজুড়ে চলছে বিয়ের মরসুম। এমনই এক ডিসেম্বরের মিঠেকড়া শীতে সুদূর ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। আজ, ১১ ডিসেম্বর। ২০১৭ সালে আজকের দিনে ইতালির তাসকানিতে জমকালো ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল বিরুষ্কার। বিরাট এবং অনুষ্কার বিয়ের যাবতীয় পোশাক এবং গয়নার দায়িত্ব পেয়েছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়। ভারতীয় মহিলাদের লাল টুকটুকে শাড়ি বা লেহেঙ্গা পরে বিয়ে করার চল রয়েছে। কিন্তু অনুষ্কা বিয়ের পোশাক বেছে নিয়েছিলেন কিছুটা ‘হটকে’ (আলাদা)। গোলাপি লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অনুষ্কা। সব্যসাচী মানানসই বর পোশাক তৈরি করেছিলেন কোহলির জন্য। তাঁদের বিয়ে-রিশেপশনের পোশাক নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে আজ বিরাট-অনুষ্কার ষষ্ঠ বিবাহবার্ষিকীতে আপনাদের জানাই বিরাট কোহলি কীভাবে হন্যে হয়ে অনুষ্কা শর্মার জন্য এনগেজমেন্ট রিং খুঁজেছিলেন, সেই গল্প।
অনুষ্কাকে সেরা এনগেজমেন্ট রিং দেওয়ার জন্য অনেকটাই সময় নিয়েছিলেন বিরাট। বিরুষ্কার এক নিকট বন্ধু এক বিনোদন ওয়েবসাইটকে তাঁদের বিয়ের পর জানিয়েছিলেন, পাক্কা ৩ মাস ধরে অনুষ্কার জন্য এনগেজমেন্ট রিং খুঁজেছিলেন বিরাট। সুদূর অস্ট্রিয়ার এক জনপ্রিয় ডিজাইনারকে দিয়ে একটি খুব বিরল হিরের আংটি বেছেছিলেন। ওই আংটিটির নকশা ভীষণ সুন্দর। বিভিন্ন কোণ থেকে যা দেখলে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। এই হিরের আংটিটির দাম ১ কোটি টাকা।

বিরুষ্কার এনগেজমেন্টের মুহূর্ত (ছবি-X)
বিরাট-অনুষ্কার শুধু বিয়েই নয় এনগেজমেন্ট, মেহেন্দির পোশাক এবং গয়নার দায়িত্বেও ছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়। এনগেজমেন্টের দিন অনুষ্কা পরেছিলেন একটি গুলকন্দ বার্গান্ডি ভেলভেট শাড়ি। আর মেহেন্দির দিনে অনুষ্কা পরেছিলেন একটি উজ্জ্বল রঙের গ্রাফিক লেহেঙ্গা। আর গয়না ছিল সব্যসাচীর হেরিটেজ কালেকশনের।

অনুষ্কার হাতে রয়েছে সেই সুদৃশ্য এনগেজমেন্ট রিং। (ছবি-X)
উল্লেখ্য, বিয়েতে অনুষ্কা যে লেহেঙ্গা পরেছিলেন তা ব্লাশ পিঙ্ক রঙের। সিল্কের উপর মুক্তো ও পুতি দিয়ে দারুণ কারুকাজে ফুটিয়ে তুলেছিলেন সব্যসাচী। ফুল, পাখি, প্রজাপতির নকশাও ছিল। তাঁর গয়না ছিল অপূর্ব সুন্দর আনকাট হিরে, মুক্তো ও গোলাপি স্পাইনেলের। নাকে সনাতন নকশার নথ, মাথায় মাথাপট্টি সব কিছুই ছিল নজরকাড়া। অনুষ্কার চুলের খোঁপায় ছিল তাসকানির বিখ্যাত হাইড্র্যানজিয়া ফুল। বিরাট বিয়েতে পরেছিলেন সব্যসাচীর বানানো এমব্রয়ডারি করা আইভরি শেরওয়ানি। তার সঙ্গে ছিল আইভরি তসর স্টোল ও সোনালি চান্দেরি সাফা।





