India vs England 2021: ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওভাল জয় বিরাটব্রিগেডের
দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটালো বিরাট কোহলির (Virat Kohli) ভারত।
লন্ডন: ওভাল টেস্টে (Oval Test) জিতে ভারতীয় দল আবারও একবার প্রমাণ করল তারা ঘুরে দাঁড়াতে জানে। জো রুটের (Joe Root) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চতুর্থ টেস্টে (4th Test) ১৫৭ রানে জিতল টিম ইন্ডিয়া (Team India)। সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ভারত (India)। লর্ডস টেস্টে (Lord’s Test) জয়ের পর বিশেষজ্ঞমহল বিরাটদের এগিয়ে রাখলেও লিডসে (Leeds Test) ভারতের ব্যাটিং বিপর্যয়ের ফলে প্রাপ্তি ছিল একরাশ হতাশা। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছিল।
ওভাল ক্রিকেট গ্রাউন্ডে এর আগে ভারত ১৩টি টেস্ট খেলেছিল। ১৯৭১ সালে ওভালে শেষবার টেস্ট জিতেছিল ভারত। সেইসময় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অজিত ওডেকার। তারপর কেটে গিয়েছে ৫০ বছর। কিন্তু ওভালে আর কোনও টেস্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া। আজ সেই দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটালো বিরাট কোহলির (Virat Kohli) ভারত।
ক্যাপ্টেন কোহলি ওভাল টেস্টেও সেঞ্চুরি (Century) পাননি। কিন্তু ভারতের ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ওভালে চতুর্থ টেস্টের তৃতীয় দিন বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি করেছেন। রোহিতের ১২৭ রানটাই কোহলিদের বড় রান করার ভীত গড়ে দিয়েছিল। ভারতের দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার ব্যাট থেকেও গুরুত্বপূর্ণ ৬১ রান এসেছিল। ভারত অধিনায়ক বিরাট কোহলি ওভাল টেস্টের প্রথম ইনিংসে কোহলি হাফসেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করে আউট হন ভিকে। দীর্ঘদিন বিরাটের ব্যাটে সেঞ্চুরির খরা। সিরিজের শেষ টেস্টে সেই খরা কি কাটবে? তার অপেক্ষায় বিরাট ও তাঁর ভক্তরা। তবে ওভাল টেস্টে ভারতের বড় প্রাপ্তি অলরাউন্ডার শার্দূল ঠাকুর। ব্যাটে-বলে একেবারে সুপারহিট শার্দূল। প্রথম ইনিংসে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মূল্যবান ৬০ রান। দুই ইনিংস মিলিয়ে মোট ৩টি উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে যার মধ্যে জো রুটের গুরুত্বপূর্ণ উইকেট।
THIS. IS. IT! ? ?
Take a bow, #TeamIndia! ? ?
What a fantastic come-from-behind victory this is at The Oval! ? ?
We head to Manchester with a 2-1 lead! ? ? #ENGvIND
Scorecard ? https://t.co/OOZebP60Bk pic.twitter.com/zhGtErWhbs
— BCCI (@BCCI) September 6, 2021
টিম ইন্ডিয়া (Team India) ওভাল টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে থামে। দ্বিতীয় ইনিংসে রোহিত-পূজারা-শার্দূলদের ব্যাটে ভর করে ৪৬৬ রান তোলে ভারত। অন্যদিকে প্রথম ইনিংসে ২৯০ রান করে ইংল্যান্ড। ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২১০ রানে থেমে যান রুটরা। দুই ইনিংস মিলিয়ে মোট ৬টি উইকেট পেয়েছেন উমেশ যাদব। ওভাল টেস্টে কেরিয়ারের শততম উইকেটের নজির গড়েছেন জশপ্রীত বুমরা। দুই ইনিংস মিলিয়ে বুমরার ঝুলিতে ৪ উইকেট। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও দুই ইনিংস মিলিয়ে তুলে নিয়েছেন ৪ টি উইকেট। প্রথম ইনিংসে একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পাননি মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: India vs England 2021: ‘লর্ড’ শার্দূলের হাত ধরে ওভালে ইতিহাস ভারতের