T20 World Cup 2021: বিরাট ব্রিগেডের বিকল্প একাদশ

এক বছরও হাতে নেই। অস্ট্রেলিয়ার মাটিতে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলি-রোহিতদের বিকল্প হিসেবে কারা উঠে আসছেন? কারাই বা বইবেন ভারতীয় দলের ব্যাটন? তারই হদিশ দিলাম আমরা।

T20 World Cup 2021: বিরাট ব্রিগেডের বিকল্প একাদশ
T20 World Cup 2021: বিরাট ব্রিগেডের বিকল্প একাদশ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2021 | 6:18 PM

নিখিল নারায়ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) টানা দু’ম্যাচে বিপর্যয়। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ডাহা ফেল টিম ইন্ডিয়া। বিরাটদের নিয়ে গেল গেল রব উঠে গিয়েছে। বিশ্বকাপ শেষের পরই দেশের মাঠে ৩ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। এক বছরও হাতে নেই। অস্ট্রেলিয়ার মাটিতে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলি-রোহিতদের বিকল্প হিসেবে কারা উঠে আসছেন? কারাই বা বইবেন ভারতীয় দলের ব্যাটন? তারই হদিশ দিলাম আমরা।

ওপেনার- ঋতুরাজ গায়কোয়াড় ও ভেঙ্কটেশ আইয়ার

আইপিএল-১৪র সর্বোচ্চ রান সংগ্রাহক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। দুরন্ত ছন্দে আছেন তিনি। ১৬ ম্যাচে ৬৩৫ রান করেছেন ঋতুরাজ। ব্যাটিং গড় ৪৫.৩৫। স্ট্রাইক রেট ১৩৬.২৬। একটা শতরান আর চারটে অর্ধশতরান রয়েছে এ বারের আইপিএলে। মরুশহরে ৯ ম্যাচে ৪৩৫ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ১৪০-এর কাছাকাছি। ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেনিং জুটিতে ৭৫৬ রান করেছেন। এ বারের আইপিএলের ইতিহাসে যা রেকর্ড। চেন্নাই সুপার কিংসকে চতুর্থ বার খেতাব জিততে সাহায্য করেন ঋতুরাজ।

গায়কোয়াড়ের যোগ্য সঙ্গী হতে পারেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। মরুশহরে তাক লাগিয়ে দেন কেকেআরের ওপেনার। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই সাড়া ফেলে দেন তিনি। কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে তোলার অন্যতম কারিগর। ১০ ম্যাচে ৩৭০ রান করেন ভেঙ্কটেশ। ব্যাটিং গড় ৪১।

মিডল অর্ডার- রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মায়াঙ্ক আগারওয়াল

কলকাতা নাইট রাইডার্সের অকথিত নায়ক রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। এ বারের আইপিএলে নাইটদের জার্সিতে ১৬ ম্যাচে ৩৯৭ রান করেন ত্রিপাঠী। গড় ১৪০.২৮। সঞ্জু স্যামসন (Sanju Samson) বরাবরই আইপিএলে ভালো খেলেন। ভারতের জার্সিতে সে ভাবে বেশি ম্যাচ খেলার সুযোগও পাননি। ১৪ ম্যাচে করেন ৪৮৪ রান। গড় ৪০.৩৩। স্ট্রাইক রেট ১৩৭। একটা শতরান আর দুটো হাফ সেঞ্চুরি রয়েছে এ বারের আইপিএলে। রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ রান সংগ্রাহক। ঋষভ পন্থের চেয়ে এ বারের আইপিএলে ভালো পারফরম্যান্স রয়েছে সঞ্জু স্যামসনের। মিডল অর্ডারে দলের ভরসা হতে পারেন শ্রেয়স আইয়ার (Shreyash Iyer)। নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রয়েছে তাঁর। সীমিত ওভারের ক্রিকেটে প্রশংসনীয় রেকর্ড রয়েছে তাঁর দখলে। টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১৩৩.৮১। শ্রেয়সের যোগ্য সঙ্গী হতে পারেন মায়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)। পঞ্জাব কিংসের হয়ে এ বারের আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেন মায়াঙ্ক। দেশের হয়ে টি-টোয়েন্টিতে এখনও পরীক্ষিত নন তিনি। তবে আইপিএল চোদ্দয় ১২ ম্যাচে ৪৪১ রান করেন মায়াঙ্ক। রয়েছে চারটে অর্ধশতরান।

অলরাউন্ডার- অক্ষর প্যাটেল

দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে তোলার অন্যতম কারিগর অক্ষর প্যাটেল (Axar Patel)। লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংয়ে ভরসা জোগানোর পাশাপাশি বল হাতে দুরন্ত। ১২ ম্যাচে ১৫ উইকেট নেন অক্ষর। ইকোনমি রেট ৬.৬৫।

স্পিনার- যুজবেন্দ্র চাহাল

মরুশহরে আইপিএলে দুরন্ত পারফর্ম করেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেন তিনি। ১৫ ম্যাচে ১৮ উইকেট নেন চাহাল। ইকোনমি রেট ৭.০৫। আমিরশাহিতে ৮ ম্যাচে ১৪ উইকেট নেন আরসিবির স্পিনার। অধিকাংশ ম্যাচেই বিপক্ষের মিডল অর্ডারকে চাপে ফেলে দেন চাহাল।

পেসার- হর্ষল প্যাটেল, আবেশ খান, দীপক চাহার

হর্ষল প্যাটেল (Harshal Patel) এ বারের আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেন। ৩২টা উইকেট নেন আরসিবির পেসার। ডোয়েন ব্র্যাভোর রেকর্ড ছুঁয়ে ফেলেন হর্ষল। একই সঙ্গে আবেশ খানও (Avesh Khan) এ বারের আইপিএলে নজর কাড়েন। ২৪ উইকেট সংগ্রহ করেন দিল্লি ক্যাপিটালসের এই পেসার। ইকোনমি রেট ৭.৩৭।

কুড়ি ওভারের ফরম্যাটে এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা পেসার দীপক চাহার (Deepak Chahar)। পাওয়ার প্লে-তে অধিকাংশ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে শেষ ২ বছর ধরেই নজর কাড়ছেন দীপক। একই সঙ্গে ব্যাট হাতেও সাবলীল। কুড়ি ওভারের ক্রিকেটে ১১২ ম্যাচে ১২৮ উইকেট রয়েছে দীপক চাহারের ঝুলিতে।