Virat Kohli Record: মন খারাপের ইডেনেও আইপিএলে বিরাটের অনন্য রেকর্ড
IPL 2024, KKR vs RCB: মাঠে নামলেই কোনও না কোনও রেকর্ড। এ বারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিস্থিতি সঙ্গীন। টানা আধডজন ম্যাচে হার। ইডেন গার্ডেন্সে জয়ের খুব কাছ থেকে ফিরেছে তারা। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে চলেছিল আরসিবি। শেষ বলে মাত্র ১ রানে হার। বিরাটের রেকর্ড অবশ্য হয়েছে।
মন খারাপের ইডেন। বিরাট কোহলির জন্য এমনটা বলাই যায়। অন্তত রবিবারের পরিস্থিতি তাই। তাঁর বিতর্কিত আউট। আম্পায়ারের উপর ক্ষোভ। শেষ বলে দলের হার। টানা ছয় ম্যাচে হার আরসিবির। সব মিলিয়ে মন খারাপেরই ইডেন। এর মাঝেও বিরাট কোহলির অনন্য এক রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যা আর কোনও প্লেয়ারের নেই। যদিও এই রেকর্ড বিরাটের মন খারাপ মেটানোর জন্য যথেষ্ঠ নয়, বলাই যায়।
আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একঝাঁক রেকর্ড রয়েছে বিরাট কোহলির। তাঁর নিজের কাছেও সেই হিসেব হয়তো নেই। মাঠে নামলেই কোনও না কোনও রেকর্ড। এ বারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিস্থিতি সঙ্গীন। টানা আধডজন ম্যাচে হার। ইডেন গার্ডেন্সে জয়ের খুব কাছ থেকে ফিরেছে তারা। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে চলেছিল আরসিবি। শেষ বলে মাত্র ১ রানে হার। বিরাটের রেকর্ড অবশ্য হয়েছে।
রান তাড়ায় ৭ বলে ১৮ রান করেন বিরাট কোহলি। এর মধ্যে দুটি ছয় মেরেছেন। বাউন্ডারি একটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২৫০ ছয় মারার রেকর্ড বিরাটের। এই রেকর্ড অনেকেরই রয়েছে। তবে একই দলের জার্সিতে ২৫০ ছয় কারও নেই। আইপিএলের জন্মলগ্ন অর্থাৎ ২০০৮ সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই খেলছেন বিরাট কোহলি। এই ফ্র্যাঞ্চাইজিতেই আইপিএল কেরিয়ার শেষ করবেন সেটাও নিশ্চিত করে দিয়েছেন বিরাট। তবে ট্রফি জেতার স্বপ্ন পূরণ হবে কিনা, সেই নিশ্চয়তা নেই।