MI, IPL 2024: আলিঙ্গনে ওর বিরাট অনীহা… কোন MI তারকার সিক্রেট ফাঁস করলেন কোচ?
IPL 2024: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। তাতে ৩টিতে জিতেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন। আজ সোমবার জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ।
কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সের হাঁড়ির খবর ফাঁস। তাও আবার করলেন টিমের রোহিত-হার্দিকদের হেড কোচ মার্ক বাউচার, ব্যাটিং কোচ কায়রন পোলার্ড এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ৩৯ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে টিমের কয়েকজন ক্রিকেটারের একগুচ্ছ অজানা তথ্য প্রকাশ করেছেন তাঁরা। তাতেই উঠে এসেছে এক মজার তথ্য। আইপিএলের (IPL 2024) অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্সে এমন একজন ক্রিকেটার রয়েছেন, যিনি খুব বিশ্রী ভাবে আলিঙ্গনে করেন। জানেন কে তিনি?
শুরু থেকে শুরু করা যাক। এমআইয়ের শেয়ার করা ওই ভিডিয়োতে প্রথমে কায়রন পোলার্ডকে প্রশ্ন করা হয়, কোন ক্রিকেটার প্রায়শই তাঁর চশমা ও চাবি হারিয়ে ফেলে এবং ভয় পায়। উত্তরে পোলার্ড বলেন, ‘টিম ডেভিড। ও অমনোযোগী।’ এরপর মুম্বইয়ের হেড কোচ মার্ক বাউচারের কাছে প্রশ্ন আসে, কে হাত মেলাতে (করমর্দন) এবং আলিঙ্গন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না? উত্তরে বাউচার বলেন, ‘এটা সম্ভবত রো। কারণ, রোহিত সাধারণত খুব একটা কাউকে আলিঙ্গন করে না।’
মুম্বইয়ের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের কাছে এরপর প্রশ্ন আসে, টিমের কোন ক্রিকেটারের পকেট থেকে সবচেয়ে বেশি বার কোনও নম্বর ডায়াল হয়ে যায়? উত্তরে জেমস প্যামেন্ট জানান, ঈশান কিষাণ। পরবর্তী প্রশ্নের উত্তরও ঈশান কিষাণ। এ বার জানাই, পরের প্রশ্নটি কী ছিল। মার্ক বাউচারের কাছে প্রশ্ন এসেছিল, অপ্রত্যাশিত ভাবে দলের কোন ক্রিকেটার সবচেয়ে জোরে হাসেন? এই প্রশ্নে সময় ব্যয় না করে জবাব দেন মুম্বইয়ের হেড কোচ। শেষ প্রশ্নটি যায় কায়রন পোলার্ডের কাছে। তা হল, দলের কোন ক্রিকেটার মেসেজ করার সময় ভুলবশত বেশি অটোকারেক্ট ব্যবহার করেন? পোলার্ড উত্তরে স্কাইয়ের নাম বলেন।
Coaches spill the tea on our players and you don’t want to miss this! ☕️👀#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/JVtkuqqF3s
— Mumbai Indians (@mipaltan) April 21, 2024
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। তাতে ৩টিতে জিতেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন। আজ সোমবার জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ।