Virat Kohli : কে কী বলল, উপেক্ষা করতে শিখুন; ট্রোলড হয়ে পাল্টা বিরাটের

IND vs AUS, WTC Final 2023 : যে যাই বলুন, কোহলি যে তাতে আমল দেওয়ার মতো ব্যক্তি নন সেটা আবার বুঝিয়ে দিলেন। অতীতেও বিরাট জানিয়েছিলেন, বাইরে কে কী বলছে, তাতে তিনি বেশি পাত্তা দেন না। আর এ বারও তিনি সেটাই বোঝাতে চাইলেন।

Virat Kohli : কে কী বলল, উপেক্ষা করতে শিখুন; ট্রোলড হয়ে পাল্টা বিরাটের
কে কী বলল, উপেক্ষা করতে শিখুন; ট্রোলড হয়ে পাল্টা বিরাটেরImage Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 4:57 PM

লন্ডন : ক্রিকেট প্রেমীরা তাঁর ব্যাটে বিস্ফোরণ দেখার জন্য সব সময় মুখিয়ে থাকেন। সেই তিনি যে দিন ব্যর্থ হন, চলে আসেন নিশানায়। ক্রিকেট এমনই। কোনও দিন দু’হাত ভরিয়ে দেয়, তো কোনও দিন শূন্যে ফেরায়। ওভালে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। প্রথম ইনিংসে সাড়ে চারশোরও বেশি রান তুলেছে অজিরা। ভারতীয় বোলারদের ব্যর্থতার ছাপ পরিষ্কার দেখা গিয়েছে। উল্টোদিকে টিম ইন্ডিয়ার টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। দেশের মাটিতে আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli), শুভমন গিলরা। কিন্তু জাতীয় দলের জার্সিতে কোহলি-গিলদের মধ্যে সেই স্পার্কটাই যেন মিসিং। প্রথম ইনিংসে কোহলি ৩১ বলে মাত্র ১৪ রান করে ফেরেন। গুরুত্বপূর্ণ ম্যাচে এ ভাবে ব্যর্থ হওয়ার বিরাট কতটা হতাশ হয়েছিলেন, তা দেখা গিয়েছিল তাঁর চোখ-মুখে। এর পরের এক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিরাট আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফিরে খাবার খাচ্ছিলেন। আর সেই ছবি ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। যা দেখে বিরাটের উপর চটে লাল নেটিজ়েনরা। কিন্তু কোহলি যে বাইরের বিষয়কে পাত্তা দেন না, তা আরও একবার প্রমাণ করলেন। WTC ফাইনালের তৃতীয় দিনের খেলা শুরুর আগে তাই ট্রোলারদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন কোহলি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওভালে WTC ফাইনালের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ইন্সটাগ্রাম স্টোরিতে বিরাট একটি টুইটের স্ক্রিনশট পোস্ট করেন। তাতে লেখা, ‘অন্যদের অপছন্দকে উপেক্ষা করার মতো জোর নিজের ভিতরে তৈরি করতে হবে।’

Virat Kohli posts cryptic Instagram story

ওভালে WTC ফাইনালের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে বিরাট কোহলির ইন্সটাগ্রাম স্টোরি। 

বিরাটের প্লেট হাতে নিয়ে খাবার খাওয়া ও গল্প করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে একের পর এক কমেন্ট করতে থাকেন কোহলির সমালোচকরা। এক টুইটার ব্যবহারকারী কমেন্ট করেন, ‘২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে তাড়াতাড়ি আউট হওয়ার ফলে ৩ দিন খাবার খাননি তেন্ডুলকর। আর এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোহলি আউট হওয়ার পর।’ অপর একজনের কমেন্ট, ‘এটাই বর্তমান প্রজন্ম ও তখনকার প্রজন্মের মধ্যে পার্থক্য। তাঁরা নিজেদের দায়িত্ব ভালো ভাবে পালন করতেন। বোঝা যেত তাঁরা কতটা প্রফেশনাল।’

যে যাই বলুন, কোহলি যে তাতে আমল দেওয়ার মতো ব্যক্তি নন সেটা আবার বুঝিয়ে দিলেন। অতীতেও বিরাট জানিয়েছিলেন, বাইরে কে কী বলছে, তাতে তিনি বেশি পাত্তা দেন না। আর এ বারও তিনি সেটাই বোঝাতে চাইলেন।