IPL 2021: গতির ঝড় তোলা উমরানের প্রশংসায় বিরাট

উইলিয়ামসনদের বিরুদ্ধে হেরেও বিরাট কিন্তু অরেঞ্জ আর্মির নয়া পেস সেনসেশন উমরান মালিকের প্রশংসায় ভরালেন। শুধু কোহলি নয়, ম্যাচের শেষে উইলিয়ামসনও তাদের জয়ের পিছনে জম্বু-কাশ্মীরের ২১ বছরের ডান হাতি পেসারের অবদানের কথা বলেছেন।

IPL 2021: গতির ঝড় তোলা উমরানের প্রশংসায় বিরাট
IPL 2021: গতির ঝড় তোলা উমরানের প্রশংসায় বিরাট (ছবি-আইপিএল টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 1:28 PM

আবু ধাবি: সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) লিগ টেবলের লাস্ট বয়। আবু ধাবিতে বুধবার রাতে লিগ টেবলের তিন নম্বরে থাকা বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) হারিয়ে সকলকে তারাই চমকে দিল। উইলিয়ামসনদের বিরুদ্ধে হেরেও বিরাট কিন্তু অরেঞ্জ আর্মির নয়া পেস সেনসেশন উমরান মালিকের প্রশংসায় ভরালেন। শুধু কোহলি নয়, ম্যাচের শেষে উইলিয়ামসনও তাদের জয়ের পিছনে জম্বু-কাশ্মীরের ২১ বছরের ডান হাতি পেসারের অবদানের কথা বলেছেন।

আরসিবিকে (RCB) হারালেও ম্যাচের শেষে বিরাট কোহলির কাছ থেকে জার্সিতে সই নিয়েছেন উমরান মালিক (Umran Malik)। টি নটরাজনের করোনা হওয়ার পর উমরানকে দলে নেয় অরেঞ্জ আর্মি। কলকাতার বিরুদ্ধে প্রথম ম্যাচেই গতির ঝড় তুলেছিলেন উমরান। ঘণ্টায় ১৫০ কিমিতে বল করে। তবে আরসিবির বিরুদ্ধে সেই গতির রেকর্ডও টপকে গিয়েছিলেন উমরান। শুধু তাই নয়। উমরান এবারের আইপিএলে আরসিবির বিরুদ্ধে সব থেকে দ্রুতগতিতে বল করেছেন (ঘণ্টায় ১৫৩ কিলোমিটার)।

ম্যাচের শেষে বিরাট বলেন, “এই টুর্নামেন্ট থেকে প্রতিবছরই প্রতিভা উঠে আসে। ঘণ্টায় ১৫০ কিমির বেশি গতিবেগে একজনকে (উমরান মালিক) বল করতে দেখে ভালো লাগছে। এখান থেকে প্লেয়ারদের অগ্রগতি বোঝাটা গুরুত্বপূর্ণ। ফাস্ট বোলারদের শক্তিশালী হওয়া সবসময় ভারতীয় ক্রিকেটের জন্য একটি ভালো লক্ষণ। এবং যখনই এইরকম প্রতিভা দেখা যাবে, তাদের দিকে চোখ রাখতে হবে। ও নিশ্চিত করতে হবে যে, ইতিমধ্যেই আইপিএলে তারা যে পারফর্ম করছে তা থেকে আরও ভালো কিছুর সম্ভাবনাও রয়েছে।”

কোহলির মতো উইলিয়ামসনও উমরানকে বিশেষ প্লেয়ার বলে প্রশংসা করে বলেন, “ও (মালিক) সত্যিই বিশেষ প্লেয়ার। আমরা ওকে শেষ দুটো মরসুমে নেটে দেখেছি। এবং ও কিন্তু সত্যিকারের প্রতিদ্বন্দ্বী আর ও সেটা এখন প্রমাণ করছে। ও দলে অনেক সতীর্থকে পেয়েছে এবং যা বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ভাগ করে নিতে সাহায্য করে। এটা তরুণ ছেলেদের জন্য একটা দুর্দান্ত সুযোগ এবং আশা করি আমরা শিখতে থাকব এবং শুক্রবার আমরা আবার জিতব।”

উল্লেখ্যে, আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ২১ রানের বিনিময়ে শ্রীকর ভরতের উইকেট তুলে নেন উমরান।

আরও পড়ুন: IPL 2021: আজ জিতলেই প্লে-অফে কলকাতা নাইট রাইডার্স

আরও পড়ুন: IPL 2021 Purple Cap: পার্পল ক্যাপের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন রশিদ খান