IPL 2021: ম্যাক্সির রান আউটটাই টার্নিং পয়েন্ট বলছেন, আরসিবি কোচ মাইক হেসন

৭ ওভারের মধ্যে ৩ উইকেট খোয়ানোর পর ম্যাক্সির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দেবদত্ত। চতুর্থ উইকেটে এই দু'জন মিলে ৫৪ রানের পার্টনারশিপও করে ফেলেন। সেই সময় হঠাৎ করে রান আউট হয়ে যান অজি তারকা ক্রিকেটার ম্যাক্সওয়েল।

IPL 2021: ম্যাক্সির রান আউটটাই টার্নিং পয়েন্ট বলছেন, আরসিবি কোচ মাইক হেসন
IPL 2021: ম্যাক্সির রান আউটটাই টার্নিং পয়েন্ট বলছেন, আরসিবি কোচ মাইক হেসন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 2:23 PM

আবু ধাবি: যে ম্যাচে আরসিবির (RCB) কাছে সুবর্ণ সুযোগ ছিল পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে খেলা, সেই ম্যাচে মাত্র ৪ রানে তারা হেরে গেল। আবার হারলো তো হারল পয়েন্ট টেবলের সব থেকে নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কাছে। বিরাট প্রথম ওভারেই আউট হয়ে গেলেও আরসিবিকে উদ্ধার করার জন্য ছিলেম দেবদত্ত-ম্যাক্সওয়েল-এবিডিরা। কিন্তু তা সত্ত্বেও তরী পাড়ের সামনে এসেও ডাঙাতে উঠলো না। ম্যাচের শেষে আরসিবির হেড কোচ মাইক হেসন (Mike Hesson) বলেন যে, তিনি মনে করছেন, গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) রান আউট হওয়াটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

৭ ওভারের মধ্যে ৩ উইকেট খোয়ানোর পর ম্যাক্সির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দেবদত্ত। চতুর্থ উইকেটে এই দু’জন মিলে ৫৪ রানের পার্টনারশিপও করে ফেলেন। সেই সময় হঠাৎ করে রান আউট হয়ে যান অজি তারকা ক্রিকেটার ম্যাক্সওয়েল। আর চাপে পড়ে যায় আরসিবি। ম্যাচের শেষে আরসিবির কোচ মাইক হেসন বলেন, “আমি এটাই মনে করি (ম্যাক্সওয়েলের রান-আউট হওয়াটাই টার্নিং পয়েন্ট)। আসল ব্যাপারটা হল গ্লেন ম্যাক্সওয়েল প্রতি ওভারে ১০ রানের বেশি রান করছিল, ও সম্ভবত একমাত্র ব্যাটার যে এই পৃষ্ঠে সাবলীলতা পেয়েছিল। এবং ও সেট হয়ে গিয়েছিল। সম্ভবত এটাই ছিল টার্নিং পয়েন্ট … এবং আমরা শেষ পর্যন্ত আমাদের যা রান করার ছিল তার থেকে একটু বেশিই রেখে দিয়েছিলাম। মূল সময়ে ম্যাচের মোড় আমরা ঘোরাতে পারিনি।”

দেবদত্ত হায়দরাবাদের বিরুদ্ধে হঠাৎ ধীরগতিতে খেলতে থাকেন। মাইক হেসন এ ব্যাপারে বলেন, “ও নিজের ভূমিকা ভালো ভাবেই পালন করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি, সময়ের সঙ্গে সঙ্গে রান তোলাটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। বেশ কিছু ডট বল ছিল। তারপর ১৫ ওভারের সময়ে যখন দ্বিতীয় টাইম আউট নেওয়া হয়েছিল তখন আমরা দেবদত্তকে বলেছিলাম, তোমাকে এখানে উদ্যোগ নিতে হবে এবং নতুন ব্যাটারের থেকে চাপ কমাতে হবে।”

তবে ১৭ ওভারে আরসিবিকে বড়সড় ধাক্কা দেন আফগান বোলার রশিদ খান। তিনি ফেরান দেবদত্তকে (৪১)। হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে জয়ের জন্য আরসিবির প্রয়োজন ছিল ১৩ রান। ক্রিজে ছিলেন এবি ডে ভিলিয়ার্স ও জর্জ গার্টন। তবে ভুবনেশ্বর কুমারের দাপুটে বোলিংয়ে ৮ রান তোলে আরসিবি। যার ফলে ৪ রানে ম্যাচ জিতে যায় হায়দরাবাদ।