Virat Kohli : পাকিস্তান ম্য়াচে আগুন ঝরাবে বিরাট, কে সতর্ক করছেন বাবরদের?

বিরাট কোহলির মতো ব্যাটারের বিরুদ্ধে বল করার সময় সবচেয়ে বেশি চাপে থাকবেন পাক বোলাররা। বিরাট যে কোনও সময় যা ইচ্ছে করে ফেলতে পারেন।

Virat Kohli : পাকিস্তান ম্য়াচে আগুন ঝরাবে বিরাট, কে সতর্ক করছেন বাবরদের?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 9:00 AM

নয়াদিল্লি : এশিয়া কাপের (Asia Cup 2023) প্রথম ম্যাচেই সুপারহিট পাকিস্তান। প্রতিপক্ষ যতই নেপাল হোক, ভারতের বিরুদ্ধে নামার আগে গা ঘামিয়ে নেওয়ার কাজটা চমৎকার ভাবে সেরে রাখল বাবর আজমের টিম। ২ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান (Indian vs Pakistan) মুখোমুখি হচ্ছে এশিয়া কাপে। বিশ্বকাপের আগে এই এশিয়া রোহিত শর্মা ও বাবর আজমের টিমের কাছে খুব গুরুত্বপূর্ণ। ব্যাটারদের ছন্দ, টিমের ভারসাম্য, বোলারদের ধারাবাহিকতা— অনেক কিছুর উপরেই ফোকাস রাখতে হবে। একঝাঁক প্রশ্নের উত্তর মেলানোর জন্য ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে নামবে। এই ম্যাচ কার্যত অ্যাসিড টেস্ট। ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কখনও হারে ভারত। এ বার বাবর আজমরা হিসেব উল্টে দেবেন? প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif) কিন্তু বলে দিচ্ছেন, পাকিস্তান ম্যাচে আগুন ঝরাবেন এক ভারতীয় ক্রিকেটার। তিনি বিরাট কোহলি (Virat Kohli) TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে বিস্তারিত।

বিরাট কোহলির মতো ব্যাটারের বিরুদ্ধে বল করার সময় সবচেয়ে বেশি চাপে থাকবেন পাক বোলাররা। বিরাট যে কোনও সময় যা ইচ্ছে করে ফেলতে পারেন। সেই সঙ্গে পাল্টা চাপও তৈরি করতে পারেন। তাই বিরাটকে পাকিস্তান ম্যাচের সেরা মুখ হিসেবে ধরছেন কাইফ। তাঁর কথায়, ‘গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স কিন্তু ভোলার নয়। দুরন্ত খেলেছিল ও। পাকিস্তানের বিরুদ্ধে যখনই ব্যাট করতে নেমেছে, নিজের সেরাটা দিয়েছে। নিজে যেমন দায়িত্ব নেয়, তেমনই রান তাড়া করার মাস্টার। গত বারের বিশ্বকাপের ওই ফর্ম কিন্তু তার আগে এশিয়া কাপ থেকেই পেয়ে গিয়েছিল। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেই ফর্ম পেয়ে গিয়েছিল।’

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়ন্টি বিশ্বকাপে ৫৮ বল ৮২ নট আউট করেছিলেন বিরাট। সেটা যে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স ছিল, নিজেও স্বীকার করে নিয়েছিলেন। কাইফ বলেছেন, ‘যে পাক বোলারদের সামলেছিল বিশ্বকাপে তারাই কিন্তু এ বার এশিয়া কাপেও রয়েছে। ও কিন্তু খুব ভালো করে চেনে নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফদের। আমার তো মনে হয়, পাকিস্তানের বিরুদ্ধে আগুন ঝরাবে বিরাট।’

ঘরের মাঠে বিশ্বকাপ নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। ১২ বছর পর আবার ভারতকে চ্যাম্পিয়ন করতে চাইছেন বিরাট। এশিয়া কাপ হবে তারই প্রস্তুতি।