T20 World Cup 2021: পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অত্যন্ত সাধারণ দেখিয়েছে: ভরত অরুণ

বিশ্বকাপের দলে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) বাদ দেওয়া নিয়ে অনেক কথাই উঠেছে। সেই প্রসঙ্গে অবশ্য নির্বাচক কমিটির দিকেই আঙুল তুলেছেন ভরত অরুণ। তিনি বলেন, 'নির্বাচকরা দল বাছাই করে। আমরা শুধু বাছাই করা সেই টিমকে কোচিং করাই। এ বিষয়ে আর কোনও কথা বলতে চাই না।'

T20 World Cup 2021: পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অত্যন্ত সাধারণ দেখিয়েছে: ভরত অরুণ
ভরত অরুণ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 4:24 PM

দুবাই: বিশ্বকাপে (T20 World Cup) ভরাডুবির জন্য দলকেই দুষলেন বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। সোমবার নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে খেলতে নামবেন বিরাটরা। তার আগে ভরত অরুণ স্বীকার করলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে অত্যন্ত সাধারণ দেখিয়েছে ভারতীয় দলকে।

বিশ্বকাপের শেষ চারে উঠতে হলে হারতে হবে নিউজিল্যান্ডকে (New Zealand)। আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেই নজর রাখছেন বিরাটরা (Virat Kohli)। সন্ধের পরই ঠিক হয়ে যাবে বিরাটদের ভাগ্য। নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে বোলিং কোচ ভরত অরুণ বলেন, ‘আমি কোনও অজুহাত দিচ্ছি না। তবে এই বিশ্বকাপে দেখা গিয়েছে, যে দল টস জিতেছে তারাই অ্যাডভান্টেজ পেয়েছে। যে দল পরে ব্যাট করেছে তারা অনেকটাই সুবিধে পেয়েছে। তবে আমাদের আরও ভালো পারফর্ম করা উচিত ছিল। আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। প্রথম ম্যাচে পাকিস্তানকে নির্দিষ্ট টার্গেটের মধ্যে বেঁধে ফেলা উচিত ছিল আমাদের। কিন্তু আমাদের অত্যন্ত সাধারণ মানের দেখিয়েছে।’

বিশ্বকাপের দলে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) বাদ দেওয়া নিয়ে অনেক কথাই উঠেছে। সেই প্রসঙ্গে অবশ্য নির্বাচক কমিটির দিকেই আঙুল তুলেছেন ভরত অরুণ। তিনি বলেন, ‘নির্বাচকরা দল বাছাই করে। আমরা শুধু বাছাই করা সেই টিমকে কোচিং করাই। এ বিষয়ে আর কোনও কথা বলতে চাই না।’

একই সঙ্গে বাবল ক্লান্তির কথাও বলেন ভরত অরুণ। তাঁর মতে আইপিএল আর বিশ্বকাপের মধ্যে কয়েক দিনের ব্যবধান রাখা উচিত ছিল। কারণ সেই ইংল্যান্ড সফর থেকে টানা বায়ো-বাবলে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। চলতি বিশ্বকাপে বারবারই বাবল ক্লান্তির কথা উঠে এসেছে বিরাট, বুমরাদের মুখে। ভারতের বিশ্বকাপ অভিযান শেষের মুখে। সেখানেও সেই বাবল ক্লান্তির কথা।

বিশ্বকাপের পরই মেয়াদ ফুরোচ্ছে ভরত অরুণের। অস্ট্রেলিয়া সফরে টেস্ট জয়, ইংল্যান্ড সফরে দুরন্ত পারফরম্যান্সকেই কোচিং জীবনের অন্যতম সেরা বলে মানছেন তিনি। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণার মতো প্রতিশ্রুতিমান বোলাররা আগামী দিনে আরও সাফল্য এনে দেবে বলে মনে করেন ভরত অরুণ।

আরও পড়ুন: চলতি বছরে ৬০ গোল করে ফেললেন লেওয়ানডস্কি