চলতি বছরে ৬০ গোল করে ফেললেন লেওয়ানডস্কি
ফ্রেইবার্গের বিরুদ্ধে গোল করতেই চলতি বছরে ৬০ গোলের মাইলস্টোন স্পর্শ করেন পোলিশ সুপারস্টার। তার মধ্যে ৫১ গোলই করেছেন বায়ার্নের হয়ে। বাকি ৯ গোল করেছেন পোল্যান্ডের জার্সিতে। গত মরসুমেই বায়ার্নের জার্সিতে করেছেন ৪১ গোল। যা নজিরবিহীন রেকর্ড।
মিউনিখ: চলতি বছরে ৬০ গোল করে ফেললেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। পোলিশ (Polish) সুপারস্টারকে থামানো যাচ্ছে না। পরপর ম্যাচে গোল করে চলেছেন গোলমেশিন লেওয়ানডস্কি। বুন্দেশলিগায় (Bundesliga) ফ্রেইবার্গকে (SC Freiburg) ২-১ গোলে হারাল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। এ বারও গোলদাতার নামের তালিকায় সেই লেওয়ানডস্কির নাম।
ফ্রেইবার্গের বিরুদ্ধে গোল করতেই চলতি বছরে ৬০ গোলের মাইলস্টোন স্পর্শ করেন পোলিশ সুপারস্টার। তার মধ্যে ৫১ গোলই করেছেন বায়ার্নের হয়ে। বাকি ৯ গোল করেছেন পোল্যান্ডের জার্সিতে। গত মরসুমেই বায়ার্নের জার্সিতে করেছেন ৪১ গোল। যা নজিরবিহীন রেকর্ড।
➕3️⃣
?⚪ #FCBSCF 2-1 pic.twitter.com/pygLPyXmcn
— FC Bayern English (@FCBayernEN) November 6, 2021
ফ্রেইবার্গের বিরুদ্ধে ম্যাচে খেলার ৩০ মিনিটে গোরেত্জকার গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধে বায়ার্নের হয়ে অপর গোল লেওয়ানডস্কির। খেলার ইনজুরি টাইমে হাবেরারের গোলে ব্যবধান কমায় ফ্রেইবার্গ। বুন্দেশলিগায় টানা ৪ ম্যাচ জিতল বায়ার্ন মিউনিখ। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষেই বায়ার্ন।
আরও পড়ুন: IPL 2022: আমদাবাদের কোচ হতে পারেন শাস্ত্রী