Manchester Derby: ম্যাঞ্চেস্টার ডার্বিতে হেরে ফের চাপে রোনাল্ডোদের কোচ

লিভারপুল বিপর্যয়ের পর কোচ ওলে সোল্কজায়েরের চাকরি প্রায় যেতে বসেছিল। ম্যাঞ্চেস্টার ডার্বিতে ০-২ হারের আবার সোল্কজায়েরের চাকরি সংশয়ে পড়েছে।

Manchester Derby: ম্যাঞ্চেস্টার ডার্বিতে হেরে ফের চাপে রোনাল্ডোদের কোচ
ম্যাঞ্চেস্টার ডার্বিতে হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2021 | 9:43 PM

ম্যাঞ্চেস্টার সিটি-২ : ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-০ (বেইলি-আত্মঘাতী ৭, বের্নার্দো ৪৫)

লন্ডন: ওল্ড ট্র্যাফোর্ড যেন অভিশপ্ত হয়ে উঠছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কাছে। ইপিএলের (EPL) আগের ম্যাচে লিভারপুলের কাছে ০-৫ হারের ক্ষত এখন তাজা। সমালোচনায় দগ্ধ হতে হচ্ছে। তার মধ্যেই আবার ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester derby) সিটির কাছে হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। লিভারপুল বিপর্যয়ের পর কোচ ওলে সোল্কজায়েরের চাকরি প্রায় যেতে বসেছিল। ম্যাঞ্চেস্টার ডার্বিতে ০-২ হারের আবার সোল্কজায়েরের চাকরি সংশয়ে পড়েছে।

ঘটনা হল, রোনাল্ডো গোল না পেলে ম্যাঞ্চেস্টার সাধারণ মানের টিম। বিপক্ষ যখন বোতল-বন্দি করে ফেলছে তাঁকে, বাকি টিম আর গোলের রাস্তা খুঁজে পাচ্ছে না। যে কারণে চাপে পড়ে যাচ্ছে। আর তাতে পড়েই হারতে হচ্ছে সিআর সেভেনের টিমকে। ৭ মিনিটের মাথাতেই বোধহয় হারের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। জোয়াও কান্সেলোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন এরিক বেইলি। শুরুর সেই চাপটাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে মাথা তুলতে দেয়নি। কিপার দাভিদ দে খেয়া কিছু অসাধারণ সেভ না করলে লজ্জা বাড়তে পারত রেড ডেভিলদের।

পেপ গুয়ার্দিওলার টিম অবশ্য শুরু থেকে খেলা নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল। মরসুম শুরুর সময় সিটি কোচ বলেছিলেন, রোনাল্ডোর মতো স্কোরার থাকলে যে কোনও টিমের পক্ষেই অ্যাডভান্টেজ। সিআর সেভেন এই ম্যাচে হয়তো গোল পাননি, কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যাতে আক্রমণের ঝাঁঝ বাড়াতে না পারে, তার চেষ্টা করেছেন গুয়ার্দিওলা। ৪৫ মিনিটে সেই কান্সেলোর ক্রস থেকেই ২-০ বের্নার্দো সিলভার।

১১ ম্যাচ খেলে লিগ টেবলের দুইয়ে সিটি, ২৩ পয়েন্ট নিয়ে। চেলসি শীর্ষে, ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পাঁচে, ১১ ম্যাচে সোল্কজায়েরের টিমের পয়েন্ট ১৭। যা পরিস্থিতি, তাতে সোল্কজায়েরের চাকরি বাঁচানো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে।

ম্যাচের পর সিটি কোচ গুয়ার্দিওলা বলেছেন, ‘ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, খুব ভালো করে জানতাম। ওল্ড ট্র্যাফোর্ডে কিন্তু আমরা বরাবরই ভালো খেলি। অনেক ম্য়াচ জিতেছি। আজও টিম দারুণ খেলল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টিম হিসেবে খুবই ভয়ঙ্কর। ওদের সামান্য জায়গা দিলে, দৌড়নোর সুযোগ দিলেই আমাদের চাপে ফেলে দিতে পারত। সেই কারণেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলাম।’