T20 World Cup 2022: কাল থেকে শুরু সেমি ফাইনাল, এগিয়ে কারা? কোন কোন প্লেয়ারের দিকে থাকবে নজর?
T20 World Cup: সেমি ফাইনালে বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
নয়া দিল্লি: সব মিলিয়ে ১৬টি দেশ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছিল। এখন শুধুমাত্র ৪টি দেশ বাইশ গজের এই লড়াইতে টিকে রয়েছে। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড, কোনও এক দলের হাতে উঠতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। এ কথা এখন জলের মতো স্পষ্ট। সেমি ফাইনালে বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। কোন ম্যাচে কে ঘুরিয়ে দিতে পারে মোড়, কে বা তুলে নিতে পারে সবথেকে বেশি উইকেট? দুই সেমিফাইনালের আগে যাবতীয় বিশ্লেষণে TV9Bangla।
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (প্রথম সেমিফাইনাল)
১৯৯২ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পুনরাবৃত্তি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচের দিকে সকলের নজর রয়েছে। সহজেই সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড। অন্যদিকে, পাকিস্তানের রাস্তাটা অতটা সহজ ছিল না। গোটা বিশ্বকাপে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটিং তাদের চাপে রেখেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানি মিডল অর্ডার আশার আলো জাগিয়েছে। অন্যদিকে, বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদিও শেষ দু’ম্যাচে ৭টি উইকেট তুলে নিয়েছেন, যা নিঃসন্দেহে বাবর আজমদের জন্য ইতিবাচক। অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়মসনের ফর্মই কিউউিদের চিন্তার কারণ ছিল। সুপার টুয়েলভ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক রানে ফেরায় কিছুটা স্বস্তি।
কোন কোন প্লেয়ার থাকবেন নজরে: নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন দুর্দান্ত ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ বলে ৪২ রানের দুর্ধর্ষ ইনিংস এখনও অনেকে ভুলতে পারছেন না ক্রিকেট অনুরাগীরা। অন্যদিকে, পাকিস্তানের সবথেকে বড় শক্তি তাদের বোলিং লাইনআপ। পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর পিছনে স্পিনার শাদাব খানের বড় ভূমিকা রয়েছে। খুব স্বল্প সংখ্যক বোলার যাঁরা বিশ্বকাপে ১০ উইকেট তুলে নিয়েছেন তাদের মধ্যে শাদাব অন্যতম। তাঁর ইকোনমি রেট ৬.২২ যা শুধুমাত্র অনরিখ নর্টজের থেকে সামান্য বেশি। এই দু’জনের ওপর নজর থাকবে। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের প্রতিও প্রত্যাশা অনেক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ফর্মে ফেরেন কি না, সেদিকেও নজর থাকবে।
ভারত বনাম ইংল্যান্ড (দ্বিতীয় সেমিফাইনাল)
বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের মুখোমুখি হবে মেন ইন ব্লু। ১৯৮৭ সালের পর এই প্রথম নক আউট পর্বে ব্রিটিশদের মুখোমুখি হবে ভারত। সেমিতে পৌঁছতে ভারতের রাস্তা কণ্টকবিহীন হলেও শেষ অবধি অপেক্ষা করতে হয়েছিল রোহিত শর্মাদের। আয়ারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারের পর অস্ট্রেলিয়া ম্যাচ বাতিল। ইংল্যান্ডকে কিছুটা সুবিধা দিয়েছিল। নেট রান রেট ভাল থাকায় এবং শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত করেছে।
কোন কোন প্লেয়ার থাকবেন নজরে: নিঃসন্দেহে সূর্যকুমার যাদবের দিকে বাড়তি নজর থাকবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, এই বিশ্বকাপে বিশেষ দাগ কাটতে পারেননি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে হিটম্যানের ফর্ম ফেরার আশায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বিরাট কোহলি দুর্দান্ত ফর্ম রয়েছেন। ফর্ম ধরে রাখাটাই বিরাটের কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ইংল্যান্ডের অলরাউন্ডারের সংখ্যা অনেক। সেক্ষেত্রে ক্যাপ্টেন জস বাটলার বাড়তি বোলিং অপশন পাবেন। স্যাম কারানও এই বিশ্বকাপে ১০টি উইকেট নিয়েছেন। অন্যদিকে, মার্ক উডের গতির মুখে পড়তে হবে ভারতীয় ব্যাটারদের।
জিতবে কে?
সেমিফাইনালে কে জিতবে তা বলা কঠিন। নিউজিল্যান্ড অনেক বেশি পরিকল্পিতভাবে এবার বিশ্বকাপ খেলতে নেমেছে। সেক্ষেত্রে দাঁতে দাঁত চেপে তারা শেষ অবধি লড়বে। অন্যদিকে বিশ্ব ক্রিকেটের বড় নাম ভারতও। ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে কোনও খামতি রাখবে না মেন ইন ব্লু।