Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LSG vs KKR IPL 2022 Match Prediction: লখনউয়ের বিরুদ্ধে নাইটদের মরণ বাঁচন ম্যাচ

Lucknow Super Giants vs Kolkata Knight Riders Preview: লখনউয়ের বিরুদ্ধে নাইটদের ভাবনায় অবশ্যই কেএল রাহুল। এ বারের আইপিএলে এরই মধ্যে দুটো সেঞ্চুরি করেছেন লখনউ অধিনায়ক। দুরন্ত ফর্মে আছেন রাহুল। টিম সাউদি, উমেশ যাদব, আন্দ্রে রাসেলদের কাছে অবশ্যই আজকের ম্যাচ কঠিন হতে চলেছে।

LSG vs KKR IPL 2022 Match Prediction: লখনউয়ের বিরুদ্ধে নাইটদের মরণ বাঁচন ম্যাচ
লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স।
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2022 | 8:30 AM

পুনে: আইপিএলে (IPL 2022) আজ সন্ধেয় পুনেতে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সামনে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কেকেআরের কাছে এখন সব ম্যাচই মরণ বাঁচন। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে কেকেআর। বাকি চারটে ম্যাচ জিতলে তবেই প্লে অফের ওঠার সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে নেট রানরেটের দিকেও খেয়াল রাখতে হবে। তবে সব ভুলে শ্রেয়স আইয়ারদের প্রাথমিক লক্ষ্য ২ পয়েন্ট। টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ে ফেরে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন শ্রেয়সরা। সেই ধারাবাহিকতা বাকি ম্যাচগুলোতেও দেখাতে চান নাইট ক্রিকেটাররা। লখনউ অনেক কঠিন প্রতিপক্ষ। তাই বাড়তি সাবধানী হয়েই মাঠে নামতে হবে কেকেআরকে। অন্যদিকে লখনউ ১০ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। প্লে অফের দোরগোড়ায় থাকা লখনউ শেষ তিনটে ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে। আজ জিতলেই প্লে অফের পথ অনেকটা প্রশস্ত হবে লখনউয়ের।

লখনউয়ের বিরুদ্ধে নাইটদের ভাবনায় অবশ্যই কেএল রাহুল। এ বারের আইপিএলে এরই মধ্যে দুটো সেঞ্চুরি করেছেন লখনউ অধিনায়ক। দুরন্ত ফর্মে আছেন রাহুল। টিম সাউদি, উমেশ যাদব, আন্দ্রে রাসেলদের কাছে অবশ্যই আজকের ম্যাচ কঠিন হতে চলেছে। রাহুল ছাড়াও কুইন্টন ডি’কক, দীপক হুডা, মণীশ পান্ডে, আয়ূষ বাদোনি, মার্কাস স্টোয়নিসের মতো ব্যাটারদের দিকেও বাড়তি নজর রাখতে হবে নাইট বোলারদের।

গত ম্যাচে জিতলেও কেকেআরের দুশ্চিন্তায় দলের ব্যাটিং বিভাগের ফর্ম। ওপেনিং জুটি এখনও ক্লিক করল না। অ্যারন ফিঞ্চ ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। যদিও গত ম্যাচে ওপেন করতে নেমে বেশ নজর কেড়েছিলেন অনুকূল রায়। বড় রানের লক্ষ্যে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারও। তবে কেকেআরকে ভরসা দিচ্ছেন রিঙ্কু সিং। ব্যাটে রান করছেন। গত ম্যাচেও জয়ের পিছনে তাঁর একটা অবদান ছিল। নীতীশ রানাও মুখিয়ে আছেন ব্যাটিং ধারাবাহিকতা দেখাতে।

অন্যদিকে লখনউ শিবিরে যথেষ্ট ভারসাম্য রয়েছে। ব্যাটিংয়ে লোকেশ রাহুল ছাড়াও কুইন্টন ডি’কক, দীপক হুডা, মণীশ পান্ডে, মার্কাস স্টোয়নিস, আয়ূষ বাদোনিরা আছেন। হার্ড হিটার জেসন হোল্ডার যখন তখন ম্যাচের রং বদলে দিতে পারেন। বোলিংয়ে আবেশ খান, মহসিন খান, ক্রুণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোইরা যথেষ্ট ফ্যাক্টর হতে পারেন। নাইটদের কাছে এখন বাকি চার ম্যাচই ডু অর ডাই। গত আইপিএলেও শেষ ল্যাপে বাজিমাত করেছিল কেকেআর। এ বারও সেই ধারাবহিকতা দেখিয়ে ইডেনে আসতে চান আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা।

কেকেআর স্কোয়াড: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিংকু সিং, রশিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমর, প্রথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যারন ফিঞ্চ, টিম সাউদি, রমেশ কুমার, উমেশ যাদব, আমন খান।

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

আরও পড়ুন: Asian Games 2022: চিনে করোনার বাড়বাড়ন্ত, স্থগিত হল আসন্ন এশিয়ান গেমস