MI vs CSK IPL 2023 Match Prediction: বিশ্বজয়ের মাঠে আইপিএলের ‘এল ক্লাসিকো’, ধোনির সামনে আজ রোহিতের ক্যাপ্টেন্সির পরীক্ষা!

আর পাঁচটা আইপিএলের ম্যাচকে ছাপিয়ে যায় চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের দ্বৈরথ। আইপিএলের 'সুপার ক্লাসিকো'।

MI vs CSK IPL 2023 Match Prediction:  বিশ্বজয়ের মাঠে আইপিএলের 'এল ক্লাসিকো', ধোনির সামনে আজ রোহিতের ক্যাপ্টেন্সির পরীক্ষা!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 11:09 AM

তিথিমালা মাজী: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল। আইপিএল এলেই এই ম্যাচটির জন্। অপেক্ষা করে থাকেন ক্রিকেটপ্রেমীরা। আর পাঁচটা আইপিএলের ম্যাচকে ছাপিয়ে যায় চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের দ্বৈরথ। আইপিএলের ‘এল ক্লাসিকো’। বিশ্বজয়ের মাঠ ওয়াংখেড়েতে আজ ধোনিরা নামছেন একটি ম্যাচে হার ও শেষ ম্যাচে জয় নিয়ে। পাঁচ বারের আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্স সেখানে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে আরসিবির বিরুদ্ধে। মুম্বইয়ের দল সবসময় তারকাখচিত। সবচেয়ে বড় তারা দলটির ক্যাপ্টেন রোহিত শর্মা। ব্যাটার রোহিতের পাশাপাশি ধোনির সামনে আজ ক্যাপ্টেন্সির পরীক্ষাও দেবেন রোহিত। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

২০২৩ আইপিএলে একটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচ থেকেই সমালোচিত ক্যাপ্টেন রোহিত শর্মা। ব্যাট হাতে ছন্দে নেই। আজকের ম্যাচে বিপক্ষের ক্যাপ্টেন যতটাই ‘কুল’, মাঠে ঠিক ততটাই মেজাজ গরম করে ফেলছেন রোহিত। মাঠেই সতীর্থদের উপর চেঁচামেচি, কথায় কথায় মেজাজ হারাতে দেখা গিয়েছে। টি-২০ ফরম্যাটে হঠাৎই যেন নিজের যাবতীয় ছন্দ হারিয়ে ফেলেছেন সূর্যকুমার যাদব। কুড়ি বিশের ফরম্যাটের সেরা ব্যাটার রোহিতের দলে। অথচ সূর্যর ব্যাটে রানের অভাব। রানের মধ্যে নেই জাতীয় দলের হয়ে দ্বিশতরানকারী ঈশান কিষাণও। বাঘা বাঘা ব্যাটারদের উপস্থিতিতেও তিলক ভার্মার মতো স্বল্প পরিচিত ক্রিকেটারদের দলের ইনিংস গড়তে হচ্ছে। ধোনির বিরুদ্ধে রোহিতরা আজ কী রণকৌশল সাজান সেদিকেই থাকবে চোখ। যদিও মুখোমুখি দেখায় চেন্নাইয়ের বিরুদ্ধে এগিয়ে মুম্বই।

ম্যাচের আগেই ওয়াংখেড়ে স্টেডিয়াম ধোনিময়। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়েছে। বসছে ২০১১ বিশ্বকাপ জয়ের স্মারক। মাহি যেখানেই যান সমর্থনের অভাব হয় না। আর ওয়াংখেড়ের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। বয়স চল্লিশের কোঠা পেরলেও নেতা ধোনির ধার কমেনি। প্রথম দুটি ম্যাচেই তা স্পষ্ট। তাই ঋতুরাজ গায়কোয়াড় যতই বিধ্বংসী ফর্মে থাকুন, রোহিতদের মাথাব্যথা সিএসকে ক্যাপ্টেনকে নিয়ে সবচেয়ে বেশি। তাঁর ক্যামিও ইনিংসগুলি পার্থক্য গড়ে দিচ্ছে। ঋতুরাজের দুরন্ত ফর্ম চেন্নাইয়ের স্বস্তির জায়গা। ডেভন কনওয়ে, বেন স্টোকসরা নিজেদের দিনে ম্যাচের মোড় পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। দীপক চাহারের ফর্ম নিয়ে সামান্য চিন্তায় চেন্নাই।