WPL 2023: তারকা সমাবেশ, ট্রফি খরা কি ঘুঁচবে আরসিবির?

Women's Premier League: আরসিবির মূল শক্তি বলা যেতে পারে ব্য়াটিং। স্মৃতি মান্ধানা বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার। সঙ্গে রয়েছেন সোফি ডিভাইন, এলিস পেরি, ইংল্য়ান্ড অধিনায়ক হেদার নাইট, রিচা ঘোষ। শেষের জনের বয়স মাত্র ১৯ হলেও বিশ্বের তাবড় তাবড় বোলারদের ত্রাস বাংলার রিচা ঘোষ। ম্য়াচ উইনারের অভাব নেই আরসিবির। বরং এই টিমের দুর্বলতা খুঁজে পাওয়াই কঠিন।

WPL 2023: তারকা সমাবেশ, ট্রফি খরা কি ঘুঁচবে আরসিবির?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 8:00 AM

কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। নামের মধ্যে বেশ একটা রাজকীয় ভাব রয়েছে। তেমনই তাদের স্কোয়াডেও। সেটা আইপিএলই হোক কিংবা উইমেন্স প্রিমিয়ার লিগ। আইপিএলের ১৫টা মরসুম কেটে গিয়েছে। তারকা সমৃদ্ধ দল গড়েছে আরসিবি। ক্রিস গেইল থেকে শুরু করে এবি ডিভিলিয়ার্স, বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড বিরাট কোহলিরা থাকা সত্ত্বেও ট্রফি খরা কাটেনি রয়্য়াল চ্য়ালেঞ্জার্সের। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগেও তারকা সমৃদ্ধ দল গড়েছে আরসিবি। এ বার কি ট্রফি খরা কাটবে? এক বার চোখ বুলিয়ে বলে দেওয়া যায়, উইমেন্স প্রিমিয়ার লিগের সবচেয়ে তারকা সমৃদ্ধ এবং শক্তিশালী স্কোয়াড গড়েছে আরসিবি। বিশ্ব ক্রিকেটের হেভিওয়েটরা রয়েছেন দলে। উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবির স্কোয়াড বিশ্লেষণে TV9Bangla

উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানার। তাঁকে ৩.৪০ কোটিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। বেস প্রাইস ৪০ লক্ষ টাকায় পাওয়া গিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক তথা ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটের অন্য়তম সফল সোফি ডিভাইনকে। আরসিবির স্কোয়াডে রয়েছেন বিশ্বের সেরা পেস বোলিং অলরাউন্ডার এলিস পেরি, স্পিন বোলিং অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেন ভ্য়ান নিকার্ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে পেসার রেনুকা সিং ঠাকুর, বিধ্বংসী কিপার ব্য়াটার রিচা ঘোষ। স্কোয়াডের হাতে গোনা নতুন মুখ বাদ দিলে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে আরসিবি।

আরসিবির মূল শক্তি বলা যেতে পারে ব্য়াটিং। স্মৃতি মান্ধানা বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার। সঙ্গে রয়েছেন সোফি ডিভাইন, এলিস পেরি, ইংল্য়ান্ড অধিনায়ক হেদার নাইট, রিচা ঘোষ। শেষের জনের বয়স মাত্র ১৯ হলেও বিশ্বের তাবড় তাবড় বোলারদের ত্রাস বাংলার রিচা ঘোষ। বোলিংয়ে বিশ্বকাপজয়ী পেসার মেগান শুট। ম্য়াচ উইনারের অভাব নেই আরসিবির। বরং এই টিমের দুর্বলতা খুঁজে পাওয়াই কঠিন। সেটাও অবশ্য় রয়েছে। স্থানীয় স্পিনারের অভাব। বিদেশি প্লেয়ার সকলকে খেলানো সম্ভব নয়। সেখানেই সমস্য়া তৈরি হতে পারে। ভারতীয় কোনও পরীক্ষিত স্পিনার নেই স্কোয়াডে। ডেন ভ্য়ান নিকার্ককে খেলাতে না পারলে এই একটা দিকে সমস্য়ায় পড়তে পারে আরসিবি। ভারতের মাটিতে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, সেটাই প্রত্য়াশিত।

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন, এলিস পেরি, রেনুকা সিং, রিচা ঘোষ, এরিন বার্নস, দিশা কাসত, ইন্দ্রানী রায়, শ্রেয়াঙ্কা পাতিল, কনিকা আহুজা, আশা শোভানা, হেদার নাইট, ডেন ভ্য়ান নিকার্ক, প্রীতি বোস, পুনম খেমনার, কোমল জানজাদ, মেগান শুট, সাহানা পওয়ার।