Mohammed Shami : ‘আমিও ব্যাটিংয়ের জন্য প্রস্তুত’, টিমের মেজাজ বুঝিয়ে দিলেন সামি

IND vs AUS, WTC FINAL 2023 : সামির ব্যাটে যদি উইনিং রান আসে! ‘আমি সবসময়ই প্রস্তুত। বিশেষ করে ইংল্যান্ডে ব্যাট করার জন্য। এখানে পার্টনারশিপ প্রয়োজন। আমি মনে করি, বর্তমান ভারতীয় দলে সকলেই ব্যাট করতে পারে। আশা করছি, এই ম্যাচ আমরা জিতবোই’, বলছেন মহম্মদ সামি।

Mohammed Shami : ‘আমিও ব্যাটিংয়ের জন্য প্রস্তুত’, টিমের মেজাজ বুঝিয়ে দিলেন সামি
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 4:25 AM

লন্ডন : টার্গেট কত! ৪৪৪ রান। বিশাল লক্ষ্য। ভারতীয় শিবিরও কি এখন আর সেই ভাবে ভাবছে? হয়তো না। ম্যাচের শেষ দিন ভারতের প্রয়োজন ২৮০ রান। হাতে ৭ উইকেট। ক্রিজে বিরাট কোহলির মতো সুপারস্টার। সঙ্গে প্রথম ইনিংস এবং বহু যুদ্ধের নায়ক অজিঙ্ক রাহানে। এরপর রবীন্দ্র জাডেজা,শার্দূল, শ্রীকার ভরত, মহম্মদ সামি, উমেশ যাদব…। ভারতের লোয়ার অর্ডারের ব্যাটিং দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশের জায়গা নেই। টেস্টে দুটো হাফসেঞ্চুরি রয়েছে মহম্মদ সামির। দুটো হাফসেঞ্চুরিই ইংল্যান্ডে। তা হলে সতীর্থদের ওপর ভরসা দেখাবেন নাই বা কেন! ভারতীয় শিবিরে লক্ষ্যটা এখন আর ৪৪৪ নয়। বরং এক দিনে ২৮০ রানে এসে দাঁড়িয়েছে। আর এখান থেকে জেতা একশো শতাংশ সম্ভব। শেষ দিন ইতিহাস লিখবে ভারত, বিশ্বাস দলের এই পেসারের। প্রতিটা কথায় আত্মবিশ্বাস। কী বলছেন মহম্মদ সামি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টেস্ট ক্রিকেটের ইতিহাস বলছে, এখনও অবধি সর্বাধিক ৪১৮ রান তাড়া করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। মহম্মদ সামি বলছেন, ‘দলের প্রত্যেকেই একশো শতাংশ বিশ্বাসী, এই ম্যাচ আমরা জিততে পারি। আমরা সব সময়ই লড়াই করি, বিশ্বের বিভিন্ন দেশেই ভালো পারফর্ম করি। সেই কারণেই বিশ্বাস করছি, একজোট হয়ে এই ম্যাচ জিতবো।’

আর ওভালের ইতিহাস আরও কঠিন। এই মাঠে চতুর্থ ইনিংসে সর্বাধিক ২৬৩ রান তাড়া করে জয়ের নজির রয়েছে। সেটাও হয়েছে একশো বছরেরও বেশি সময় আগে। ওভালে ভারতের সর্বাধিক রান তাড়া করে জেতার পরিসংখ্যান বলছে, সেই ১৯৭১ সালে ১৭৩ রান তাড়া করে জিতেছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে হলে সবদিক থেকেই নতুন ইতিহাস লিখতে হবে ভারতকে। গত অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে এমনই একটা স্মরণীয় জয়ে টানা দ্বিতীয় বার সে দেশে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। সামি অবশ্য কোনও ম্যাচকে তুলনায় আনতে চান না। ওভাল ম্যাচ প্রসঙ্গে সটান বলছেন, ‘সিডনিতে কী হয়েছিল কিংবা ব্রিসবেনে, সে সব নিয়ে ভাবছি না। আমরা এখানে খেলছি। আমরা এই ম্যাচ নিয়েই ভাবছি। আমি মনে করি, টেস্ট ম্যাচ পঞ্চম দিনের শেষ সেশন অবধি যাওয়া উচিত। এটাই তো সত্যিকারের পরীক্ষা। আমাদের যেমন ভালো ব্যাট করতে হবে জয়ের জন্য, তেমনই ওদেরও কিন্তু হার বাঁচাতে ভালো বোলিং করতে হবে।’

শুধুমাত্র বিরাট কোহলি-অজিঙ্ক রাহানে জুটির ওপর ভর করেই এই আত্মবিশ্বাস, তা অবশ্য নয়। বরং পুরো টিম লড়াইয়ের জন্য প্রস্তুত, এমনটাই বলছেন। সামি যোগ করলেন, ‘ভালো ব্যাট করতে পারলে ২৮০ বিশাল বড় স্কোর নয়। আমি মনে করি, প্রতিটা বল ধরে, সহজেই ব্যাট করা উচিত। বড় লক্ষ্যের কথা ভাবলে চলবে না। ছোট ছোট লক্ষ্য ধরে এগিয়ে গেলে, সাফল্যের শীর্ষে পৌঁছনো সম্ভব।’ সামির ব্যাটে যদি উইনিং রান আসে! ‘আমি সবসময়ই প্রস্তুত। বিশেষ করে ইংল্যান্ডে ব্যাট করার জন্য। এখানে পার্টনারশিপ প্রয়োজন। আমি মনে করি, বর্তমান ভারতীয় দলে সকলেই ব্যাট করতে পারে। আশা করছি, এই ম্যাচ আমরা জিতবোই’, বলছেন মহম্মদ সামি।