Virat Kohli, WTC : মঙ্গলেই লন্ডনে বিরাট কোহলি! লক্ষ্য WTC ফাইনালের প্রস্তুতি
WTC FINAL 2023 : টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। এ বার ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিরাট অধিনায়ক না হলেও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। ২০১৩ সালের পর ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জেতেনি। এ বার ব্যাটার বিরাট কোহলির নজরে আইসিসি ট্রফি।
কলকাতা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বের খেলা শেষ। প্লে-অফে জায়গা করে নিয়েছে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং শেষ দিনে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ফাইনাল ২৮ মে। এরপরই লাল-বলের ক্রিকেটে মহারণ। লন্ডন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ৭-১১ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আইপিএলের পর লা-বলের ক্রিকেটে মানিয়ে নেওয়া সহজ নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারা ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। আইপিএল শেষে বাকিদের যাওয়ার কথা ছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য পরিকল্পনা করেছে। তিন ভাগে পাঠানো হবে ভারতীয় ক্রিকেটারদের। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবারই লন্ডন যাচ্ছেন বিরাট কোহলি। বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে-অফে নেই। তেমনই কলকাতা নাইট রাইডার্সও। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকা এই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের প্রথম ভাগে ইংল্যান্ড পাঠানো হতে পারে। তার মধ্যে রয়েছেন আরসিবির বিরাট কোহলি, মহম্মদ সিরাজও। কেকেআরের উমেশ যাদব, শার্দূল ঠাকুর। আইপিএলে টানা দু-ম্যাচে শতরান করেছেন বিরাট কোহলি। যদিও তাঁকে ঝুঁকিপূর্ণ কোনও শট খেলতে দেখা যায়নি। হায়দরাবাদের বিরুদ্ধে শতরানের পর বিরাট কোহলি পরিষ্কার করে দিয়েছিলেন, ‘আমি কোনও ফ্যান্সি শট খেলতে চাই না। কারণ, সারা বছরই ক্রিকেট থাকে। আইপিএল শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। টেকনিকের দিক থেকে সেরা জায়গায় থাকতে চাই।’ গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও গ্যাপ খুঁজে শট খেলার চেষ্টা করেছেন বিরাট। শতরানের ইনিংসে মাত্র একটি ওভার বাউন্ডারি। ১৩টি বাউন্ডারি মেরেছেন বিরাট। টানা দু-ম্যাচে নিখুঁত ইনিংস।
ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে যাতে ইংল্যান্ডে গিয়ে লাল বলে প্রস্তুতি সারতে পারেন বিরাটরা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনাও চলছে। প্রস্তুতি ম্যাচ খেলানোর বিষয়েও আলোচনা চলছে। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। সে বার ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। এ বার ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিরাট অধিনায়ক না হলেও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। ২০১৩ সালের পর ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জেতেনি। এ বার ব্যাটার বিরাট কোহলির নজরে আইসিসি ট্রফি।