করোনা আক্রান্ত ইউসুফ

শনিবার রাতে টুইট করে নিজেই জানালেন এই খবর।

করোনা আক্রান্ত ইউসুফ
সৌজন্যে-ইউসুফ পাঠান টুইটার
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 9:23 PM

নয়াদিল্লি: করোনা আক্রান্ত ইউসুফ পাঠান (Yusuf Pathan)। শনিবার রাতে টুইট করে নিজেই জানালেন এই খবর। নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। শনিবার সকালে সচিন তেন্ডুলকরও টুইটারে তাঁর করোনা আক্রান্তের খবর জানান।

টুইটারে ইউসুফ লেখেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি, হালকা উপসর্গ রয়েছে। সমস্ত প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে আমি বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছি। আমার সংস্পর্শে যেসকল ব্যাক্তি এসেছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ তারা তাড়াতাড়ি করোনা পরীক্ষা করান।”

রায়পুরে কিছুদিন আগে হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়েছিলেন ইউসুফ। সেখানে নিয়মিত ক্রিকেটারদের করোনা টেস্ট করা হয়েছিল। শনিবার সকালে সচিন তেন্ডুলকরের করোনা আক্রান্তের খবর পাওয়ার পর তিনি সচিনের দ্রুত আরোগ্য কামনা করে টুইটও করেন। কিন্তু রাতে নিজেই করোনা আক্রান্ত হলেন।

আরও পড়ুন: করোনা আক্রান্ত সচিন

সচিনের পর ইউসুফ করোনা আক্রান্ত হলেন। যা ক্রিকেটমহলে আশঙ্কা ছড়িয়েছে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বিশ্বের বহু প্রান্তের অবসর নেওয়া তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। সেখান থেকেই কী করোনার উৎপত্তি হল? এ নিয়ে নেট দুনিয়ায় প্রশ্নও ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে।