ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে ডান্স ফ্লোর মাতালেন হার্দিক
ব্যাট হাতে ২২ গজ কাঁপিয়ে, এ বার তাঁকে দেখা গেল ডান্স ফ্লোর মাতাতে।
পুনে: রাত পোহালেই ভারত-ইংল্যান্ড (India vs England) একদিনের সিরিজের ফয়সালার ম্যাচ। সিরিজ এখন ১-১। দুই দলের ক্রিকেটারদের এই পরিস্থিতিতে একটু হলেও চাপে থাকার কথা। কিন্তু তিনি চাপে থাকতে পছন্দ করেন না। তাই খোশমেজাজে পাওয়া গেল টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। পুনেতে টিম হোটেলে সপরিবারে আছেন হার্দিক। ব্যাট হাতে ২২ গজ কাঁপিয়ে, এ বার তাঁকে দেখা গেল ডান্স ফ্লোর মাতাতে।
View this post on Instagram
হার্দিকের স্ত্রী নাতাশা (NATASA STANKOVIC) ইন্সটাগ্রামে পোস্ট করেছেন একটি ভিডিয়ো। সেখানেই দেখা গেল ছেলে অগস্ত্যকে (Agastya) কোলে নিয়ে, নাতাশার সঙ্গে ‘ডোন্ট রাশ’ গানের (Dont Rush Song) তালে পা মেলাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার। বাবার কোলে ছোট্ট অগস্ত্যকে বেশ হাসিমুখেই দেখা গেল।
আরও পড়ুন: আই লিগে ভারতসেরা বিজয়নের কেরালা
সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল পান্ডিয়া পরিবারের নাচ। নেট নাগরিকরা বলছেন, সিরিজের শেষ ম্যাচের আগে নিজেকে চাপমুক্ত রাখতে বেশ ভালো উপায় বেছে নিয়েছেন হার্দিক।