Yuzvendra Chahal: জব উই মেট… মিলছে না খেলার সুযোগ, নিউ ইয়র্কে স্ত্রী ধনশ্রীর সঙ্গে হানিমুন মুডে চাহাল
T20 World Cup 2024: এ বারের টি-২০ বিশ্বকাপে এখনও অবধি খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। কিন্তু তিনি রয়েছেন ভারতের মূল স্কোয়াডে। ফলে যে কোনও ম্যাচেই টিম ম্যানেজমেন্ট চাইলে তাঁকে খেলাতেই পারে। এরই মাঝে চাহালকে এবং ভারতীয় ক্রিকেট টিমকে সাপোর্ট করার জন্য নিউ ইয়র্কে গিয়েছিলেন তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা।
কলকাতা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) টিম ইন্ডিয়ার নিউ ইয়র্ক পর্ব শেষ। কিন্তু ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এখনও নিউ ইয়র্ক থেকে বেরোতে পারছেন না। কি অবাক হচ্ছেন? পুরো ভারতীয় টিম ইতিমধ্যেই ফ্লোরিডায়। আজ, শনিবার রয়েছে গ্রুপ পর্বে কানাডার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচ। তা হলে যুজবেন্দ্র চাহাল কি দলের সঙ্গে ফ্লোরিডায় যাননি? না তেমনটা নয়। কারণ বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়া সাইটে ভারতীয় টিমের ফ্লোরিডায় পৌঁছনোর এক ভিডিয়ো শেয়ার করেছিল। যেখানে দেখা গিয়েছিল বিমানের মধ্যে মহম্মদ সিরাজের সঙ্গে ইয়ার্কি করছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অবশ্য চাহালের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যাবে তাঁর শেষ পোস্ট স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে। নিউ ইয়র্কে একসঙ্গে ফুরফুরে মেজাজে সময় কাটানোর ছবি।
New York ✅#TeamIndia arrive in Florida 🛬 for their last group-stage match of the #T20WorldCup! 👍 pic.twitter.com/vstsaBbAQx
— BCCI (@BCCI) June 14, 2024
এ বারের টি-২০ বিশ্বকাপে এখনও অবধি খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। কিন্তু তিনি রয়েছেন ভারতের মূল স্কোয়াডে। ফলে যে কোনও ম্যাচেই টিম ম্যানেজমেন্ট চাইলে তাঁকে খেলাতেই পারে। এরই মাঝে চাহালকে এবং ভারতীয় ক্রিকেট টিমকে সাপোর্ট করার জন্য নিউ ইয়র্কে গিয়েছিলেন তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা। দিন পাঁচেক আগে ধনশ্রী অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যদের সঙ্গে ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে অনুষ্কা শর্মা, ঋতিকা সজদে, দেবিশা শেট্টিদের দেখা গিয়েছিল।
View this post on Instagram
নিউ ইয়র্কে যাঁরা যান, টাইমস স্কোয়ারে যান না, তেমন মানুষ খুব কমই পাওয়া যাবে। যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মাও নিউ ইয়র্কে থাকাকালীন সেই সুযোগ মিস করেননি। তাঁরা গিয়েছিলেন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। এবং সেখান থেকেই স্ত্রী ধনশ্রীর সঙ্গে ২টি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন যুজবেন্দ্র চাহাল। আর ক্যাপশনে লেখেন, ‘জব উই মেট ইন এনওয়াই।’ সেখানে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছে যুজি-ধনশ্রীকে।